অভিযোগ মুক্ত হতে পরীক্ষা দিলেন আলিস
বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছেন চট্টগ্রাম কিংসের হয়ে খেলা আলিস ইসলাম। কিংসের হয়ে বল হাতে ৬.৭০ ইকোনমিতে তুলেছেন ১১ উইকেট। তবে বিপিএলে আম্পায়ারদের চোখে আলিসের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় তাতে পরীক্ষা দিতে হয়েছে।
চট্টগ্রাম পর্বে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে আম্পায়াররা বোলিং ত্রুটি দেখতে পায় আলিসের। তখন তাকে পরীক্ষা দিতে হবে জানিয়েছিলেন টেকনিক্যাল বোর্ড। আর চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় এসেই আজ শনিবার সেই পরীক্ষা দিলেন তিনি। সবকিছু ঠিক থাকলে ফল জানা যাবে আজকের মধ্যে বা আগামীকাল।
অবশ্য আগেও একবার প্রশ্নবিদ্ধ হয়েছিল আলিসের বোলিং অ্যাকশন। ২০১৯ সালে বিপিএলে অভিষেকেই ওঠে সেই প্রশ্ন। পরে অ্যাকশন শুধরে পরীক্ষায় পাস করেই আবার ঘরোয়া ক্রিকেটে ফেরেন তিনি।
২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটে যুক্ত হন আলিস। কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব দিয়েই শুরু হয় ২৮ বছর বয়সী এই অফ স্পিনারের যাত্রা। ২০১৪ সাল থেকে এরপর দুই বছর খেলেছেন দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। সাভারের বালিয়াপাড়ার ছেলে আলিস ২০১৮ সালে ওল্ড ডিওএইচএসের হয়ে খেলেন প্রথম বিভাগ ক্রিকেটে। সেখানে সর্বোচ্চ ২৭ উইকেট পেয়েছিলেন তিনি।
বিপিএলে অভিষেকের আসরে অসাধারণ পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন আলিস। কিন্তু আঙুলের চোটে সেবার আর দলে যোগ দেওয়া হয়নি তার। লম্বা সময় পর বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন। ফিরেই বল হাতে চমক দেখাচ্ছেন তিনি।