বিপিএলে তামিমের ছক্কার ঝড়, হাতছানি দিচ্ছে গেইলের রেকর্ড
দেশের ক্রিকেটে নামটা তেমন পুরোনো নয়। কিন্তু এরইমধ্যে ব্যাটে ঝড় তুলে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবাইকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন তানজিদ হাসান তামিম। বিপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডের পথে আছেন ২৪ পেরোনো এ টাইগার ব্যাটার। তার সামনে ক্রিস গেইলের মতো কিংবদন্তি!
আজ বুধবার বিপিএলের চট্টগ্রাম পর্বে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চিটাগং কিংসকে ৮ উইকেটে হারানোর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের হয়ে ৫৪ বলে ৯০ রানের ইনিংসে ছক্কা হাকিঁয়েছেন ৭টি। তাতেই বিপিএলের এক আসরে দেশীয় ব্যাটারদের পেছনে ফেলে সবোর্চ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন তিনি। গত মৌসুমে তাওহিদ হৃদয়ের গড়া ২৪ ছক্কার রেকর্ড ছুঁয়ে ফেললেন তানজিদ তামিম। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৪ ম্যাচে ২৪ ছক্কায় হৃদয় পেছনে ফেলেন তামিম ইকবালকে (২০১৯ সালে ২৩টি)।
এবার মোট ২৪টি ছক্কা হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম।
বিপিএলের এক আসরে সবোর্চ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড আছে স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কার মালিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। বিপিএলের ২০১৭-১৮ মৌসুমেই ৪৭টি ছক্কা হাঁকিয়েছেন ইন্ডিজ এই মারকুটে ব্যাটার। সেটিই বিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
চলতি আসরে তামিমের প্রতিদ্বন্দী রংপুর রাইডার্সের পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ। ৮ ম্যাচে তিনি মেরেছেন ২৩টি ছক্কা। তিনে আছেন ৯ ম্যাচে ১৮ ছক্কা হাঁকানো রাজশাহীর ইয়াসির আলি রাব্বি।