লিটন ডাক না পাওয়ায় মন খারাপ তানজিদের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ খেলতে তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা এখন আছেন বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে আজ বুধবার অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন খেলোয়াড়রা। আলাপচারিতার ফাঁকে সেখানে উঠে আসে নানান বিষয়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসের জায়গা না হওয়া নিয়ে নিজের খারাপ লাগার কথা বললেন ঢাকা ক্যাপিট্যালসের তানজিদ হাসান তামিমের।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঢাকা ক্যাপিট্যালসের শেষ ম্যাচে ৫৫ বলে ১২৫ করা লিটন দাসের জায়গা না হওয়া নিয়ে তানজিদ জানান, ভালো না খেললে বাদ পড়তে হবে। এটা সবাইকে মেনে নিতে হবে।
তানজিদ তামিম বলেন, ‘লিটন দাদা কেমন ব্যাটসম্যান, আমরা সবাই জানি। আমি নিজেও উনার অনেক বড় ভক্ত। এদিক থেকে তাই আমার মন খারাপ যে, উনি দলে নেই। যেভাবে সবশেষ দুই ম্যাচ খেলেছেন, উনার আত্মবিশ্বাস অনেক ওপরে। আশা করি সামনের ম্যাচগুলো অনেক ভালো করবেন’।
নিজেদের অনুশীলন সেশন শেষে সদ্য অবসর নেওয়া নেওয়া তামিম ইকবালের সঙ্গে কথা বলছিলেন ‘লিটল তামিম‘ খ্যাত তানজিদ। সেখানে আলোচনার এক ফাঁকে তার নজরে পড়ে যায় তামিমের ব্যাটের ওপর। হাতে নিয়েই তামিমের কাছ থেকে নিজের জন্য চেয়ে নেন একই মানের ব্যাট। কারণ তামিম ইকবাল সচরাচর যে ব্যাট গুলো ব্যবহার করেন সেগুলো সিএ কোম্পানীর হলেও মানসম্পন্ন এ ব্যাটগুলো বিশেষ ফরমায়েশে বানানো হয়।
তামিম ইকবাল ব্যাটের বিষয়ে বেশ শৌখিন। যে কারণে তার ব্যাট নিয়ে জাতীয় দলের খেলোয়াড় থেকে শুরু করে সবার একটা বাড়তি আগ্রহ থাকে। তানজিদ বলেন, ‘অবশ্যই তামিম ভাইয়ের ব্যাট বেশ ভালো। সিএ থেকে সেরা ব্যাটগুলো তিনিই পান। সিএ ব্যাট নিয়েই কথা হচ্ছিল ওনার সাথে। আমি বললাম যে, ‘ভাই আমাকে যদি এরকম ব্যাট দেওয়া যায়। আপনি বলে দিলে হয়তো ওরা পাঠাবে।’ এরকম কথাই হচ্ছিল। উনিও বলেছেন যে, ‘ঠিক আছে আমি বলে দেব। ওরা এরকম ব্যাট পাঠাবে।’
আগামীকাল ১৬ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের চট্টগ্রামপর্ব।