বিপিএল পয়েন্ট তালিকায় কোন দল কোথায় দাঁড়িয়ে

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুর রাইর্ডাস

রংপুর রাইর্ডাস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার প্রথম ধাপের পর্ব শেষ, এখন চলছে সিলেটের মাঠে খেলা। প্রথম দুইদিন খেলা মিলল রোমাঞ্চকর ক্রিকেট। আর বুধবার বিরতি। এ পর্যায়ে বিপিএলের পয়েন্ট তালিকায় রাজত্ব রংপুর রাইডার্সের। টানা ৫ ম্যাচেই জয় তাদের।

বিপিএলের পয়েন্ট টেবিলে রংপুরের পরই আছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের দল জিতেছে ৪ ম্যাচ খেলে তিনটিতে। লড়াই জমিয়ে রেখেছে তারা।

বিজ্ঞাপন

তবে চার ম্যাচ খেলে কোনোটিতে জয়ের দেখা পায়নি চিত্র নায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। একইভাবে সিলেটও জয়ের দেখা পায়নি। ৩ ম্যাচ খেলে দলটি হেরেছে তিনটিতেই।

বিপিএল পয়েন্ট টেবিল

বিজ্ঞাপন

দল               ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট
রংপুর রাইর্ডাস  ৫      ৫     ০     ১০ (২.০০৬)
ফরচুন বরিশাল ৪      ৩     ১      ৬ (১.১১৫)
খুলনা টাইর্গাস  ২      ২     ০      ৪  (১.৪২৫)
চিটাগং কিংস   ২      ১     ১      ২   (-১.৭০০)
দুর্বার রাজশাহী  ৪      ১     ৩      ২ (-১.৬৫৩)
ঢাকা ক্যাপিটালস ৪   ০     ৪      ০ (-১.৮১২)
সিলেট স্ট্রাইর্কাস ৩    ০     ৩      ০ (-২.৪০৩)