ঢাকার ম্যাচে আলোচনায় অদ্ভুতুড়ে নো বল আর ওয়াইড

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের সিলেট পর্বে মঙ্গলবারের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। নুরুল হাসানের নেতৃত্বাধীন রংপুর মাত্র ১১১ রানে গুটিয়ে যাওয়া ঢাকাকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে। তবে ম্যাচে রংপুরের সহজ জয়ের পাশাপাশি ঢাকার দুই বোলারের অদ্ভুত নো বল এবং এলোমেলো বোলিং নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।  

ম্যাচের শুরুতেই ঢাকার আফগান স্পিনার আমির হামজা বোলিং ইনিংসের প্রথম ওভারে এক পা বক্সের মাঝখানে রেখে সামনের পা লাইনের বেশ দূরে ফেলেন। সাধারণত পেসারদের ক্ষেত্রে এমন ঘটনা দেখা গেলেও স্পিনারের এমন নো বল বিস্ময়ের জন্ম দিয়েছে। তার সেই ওভারে একটি নো বল ও একটি ওয়াইড দিয়ে ৮ ডেলিভারিতে ওভার শেষ করতে হয়। ইনিংসে ৩ ওভার বল করে ২৩ রান দিলেও তিনি কোনো উইকেট নিতে পারেননি।  

বিজ্ঞাপন

আমির হামজার সেই অদ্ভুত নো বলের রেশ কাটতে না কাটতেই ইনিংসের দশম ওভারে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ঢাকার পেসার আলাউদ্দিন বাবু। ওভারের প্রথম চার বলে ৫ রান দিয়ে একটি উইকেট শিকার করলেও পরের তিন বল ওয়াইড দেন। এর মধ্যে প্রথম ওয়াইড বলটি পিচের বাইরে পড়ে থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে যায়। গ্যালারি থেকে তখনই দর্শকরা তাকে ‘ভুয়া’ স্লোগানে বিদ্রূপ করেন। সম্ভবত ডানহাতি ব্যাটারের পর বাঁহাতি নতুন ব্যাটার ক্রিজে আসায় লাইন হারিয়ে ফেলেন তিনি। পরের দুটি ওয়াইড করেন অফসাইডের বেশ বাইরে দিয়ে।  

অতঃপর ৯ ডেলিভারিতে ওই ওভার শেষ করেন আলাউদ্দিন। ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নিলেও ম্যাচে ২ ওভারে তার খরচ হয় ৩৩ রান। অন্যদিকে, ঢাকার পক্ষে মুস্তাফিজুর রহমান ও মুকিদুল ইসলাম মুগ্ধ ছাড়া বাকি বোলাররা ছিলেন দারুণ ব্যয়সাপেক্ষ। রংপুরের ব্যাটাররা মাত্র ১৩.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। পাঁচ ম্যাচে টানা জয় নিয়ে রংপুর এবারের বিপিএলে অপরাজিত থেকে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে। 

বিজ্ঞাপন