যে রেকর্ডে সবার চেয়ে এগিয়ে সালাহ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদ সালাহ

মোহাম্মদ সালাহ

এই মৌসুম শেষেই তিনি লিভারপুল ছেড়ে দেবেন এমন একটা খবর তো বাতাসে ভাসছেই। তবে মাঠের ফুটবলে এইসব খবর তেমন প্রভাব পড়ছে কোথায়? মোহাম্মদ সালাহ এই মৌসুমেও দুর্দান্ত ফুটবল খেলে যাচ্ছেন।

নতুন মৌসুমটায় নিজেকেই যেন ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছেন লিভারপুল তারকা। গোল করা, গোল করানো দুটোই চলছে। তার পথ ধরেই অনন্য এক রেকর্ডের মালিক বনে গেলেন সালাহ!

বিজ্ঞাপন

এইতো রোববার রাতে টটেনহ্যামের বিপক্ষে ইংলিশ লিগের ম্যাচে সালাহ দুই গোল করলেন। করালেন দুই গোল। চলতি লিগে দুটি ম্যাচ ছাড়া প্রতিটিতেই কমপক্ষে একটি গোল কিংবা অ্যাসিস্ট ছিলই সালাহর। এমন কীর্তি ১৯৯২ সাল থেকে প্রিমিয়ার লিগ শুরুর আর দেখা যায়নি।

প্রিমিয়ার লিগে প্রথম ফুটবলার হিসেবে মৌসুমে ক্রিসমাসের আগে কমপক্ষে ১০ গোল আর ১০ অ্যাসিস্ট করা ফুটবলার মোহাম্মদ সালাহ। ২৫ ডিসেম্বরের আগে করে ফেললেন ১৫ গোল। আর অ্যাসিস্ট ১১টি।

বিজ্ঞাপন

ইতিহাস জানাচ্ছে-প্রিমিয়ার লিগে প্রথম ফুটবলার হিসেবে টানা ৬ মৌসুম ১০-এর বেশি গোল ও অ্যাসিস্ট করলেন সালাহ। আরলিং হাল্যান্ডকে পেছনে ফেলে এই মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ অ্যাসিস্টের কীর্তি এখন এই মিশরিয়ান ফুটবলারের।