টসে জিতলেন লিটন, ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ আগের ম্যাচেই নিশ্চিত হয়ে গেছে। আজ বাংলাদেশ নামবে উইন্ডিজকে হোয়াইটওয়াশের মিশনে। বিষয়টা গতকাল বাংলাদেশ কোচ ফিল সিমন্স জানিয়েই দিয়েছেন।
সে লক্ষ্যে আজ মাঠে নেমে শুরুতেই একটা 'সাফল্য' পেয়ে গেল বাংলাদেশ। টস জিতেছেন অধিনায়ক লিটন দাস। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।
এই ম্যাচে বাংলাদেশ দলে আছে এক পরিবর্তন। ওপেনার সৌম্য সরকারের জায়গায় দলে ঢুকেছেন পারভেজ হোসেন ইমন। আগের ম্যাচে আঙুলে চোট পেয়ে প্রায় ৩ সপ্তাহের জন্য ছিটকে গেছেন সৌম্য। তাই আজ একাদশে এই পরিবর্তন।
উইন্ডিজ একাদশে বদল আছে ২টি। আন্দ্রে ফ্লেচার ও আকিল হোসেনের জায়গায় খেলছেন জাস্টিন গ্রিভস আর জেডেন সিলস।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (উইকেটকিপার ও অধিনায়ক), শামীম পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রস্টন চেজ, জেডেন সিলস, গুডাকেশ মোতি, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।