টেস্টকে ‘না’, বিপিএলকে ‘হ্যাঁ’ শাহিন আফ্রিদির

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শাহিন শাহ আফ্রিদি দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের টেস্ট দলে নেই। ফর্মে থাকা এই পেসার ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেট শিকার করেছেন। তবুও তাকে টেস্ট দলে রাখা হয়নি। পিসিবি জানিয়েছে, মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এই সিদ্ধান্ত।

তবে টেস্ট না খেলে আফ্রিদি সে সময় খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ফরচুন বরিশালের হয়ে বিপিএলে প্রথম পাঁচটি ম্যাচ খেলার অনুমতি দিয়েছে পিসিবি। মিকি আর্থার এরই মধ্যে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘শাহিন যদি দক্ষিণ আফ্রিকায় বোলিং না করে, তাহলে কোথায় করবে? এটা তো পেসারদের স্বর্গ।’

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার উইকেট ঐতিহাসিকভাবে পেসবান্ধব। এরকম জায়গায় আফ্রিদিকে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তানের ক্রিকেট মহল। তবে পিসিবির অভিমত, টেস্টের লম্বা স্পেলের চেয়ে বিপিএলের ছোট ফরম্যাটে খেলা আফ্রিদির জন্য কম চাপের।

পাকিস্তান বোর্ড মূলত চ্যাম্পিয়নস ট্রফির আগে তাকে ফিট রাখার পরিকল্পনা করছে। চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। এর আগে পাকিস্তান একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। সে মৌসুমে আফ্রিদিকে চোটহীন অবস্থায় চায় পিসিবি।

বিজ্ঞাপন