মালিঙ্গা-রশিদদের কাতারে এবার আর্জেন্টাইন পেসার

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রবিবার বুয়েনোস আইরেসে কেম্যান দ্বীপপুঞ্জের বিপক্ষে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সাব রিজিওনাল আমেরিকাস কোয়ালিফায়ার ম্যাচে আর্জেন্টিনার বোলার হার্নান ফেনেল একটি দুর্দান্ত কীর্তি গড়েন। তিনি ইনিংসের শেষ ওভারে টানা চার বলে চারটি উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করেন।  

ছেলেদের টি-টোয়েন্টিতে এই দুর্দান্ত কীর্তি গড়া মাত্র ষষ্ঠ বোলার ৩৬ বছর বয়সী ফেনেল। তার আগে এই কীর্তি অর্জন করেছেন আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এবং লেসোথোর ওয়াসিম ইয়াকুব।  

বিজ্ঞাপন

শেষ ওভারে ফেনেল প্রথমে ট্রয় টেলরকে আউট করেন, এরপর আলিস্টার ইফিলকে এলবিডব্লিউ করেন। শেষ দুটি বলে রোনাল্ড ইব্যাঙ্কস এবং আলেসান্দ্রো মরিসকে আউট করে তিনি ডাবল হ্যাটট্রিক সম্পন্ন করেন। ফেনেলের ফিগার ছিল ৫/১৪।  

এছাড়া, ফেনেল এখন পর্যন্ত দুইটি টি-টোয়েন্টি হ্যাটট্রিক করা মাত্র সাতজন খেলোয়াড়ের একজন। এর আগে তিনি ২০২১ সালে পানামার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন।  

বিজ্ঞাপন

তবে ফেনেলের এই কীর্তি আর্জেন্টিনাকে জেতাতে পারেনি। ১১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে তারা মাত্র ৯৪ রানে অলআউট হয়।