চলে গেলেন স্বাধীন বাংলা দলের আরেক ফুটবলার
বিজয়ের মাস ডিসেম্বরে চলে গেলেন স্বাধীন বাংলা অন্যতম খেলোয়াড় ফজলে সাদাইন খোকন। শনিবার বার্ধক্যজনিত রোগের চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত কয়েক মাসে একের পর স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তিরা চলে যাচ্ছেন।
মৃত্যুকালে সাদাইন খোকন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাজশাহী নগরের হেতেমখাঁ মহল্লার বাসিন্দা ছিলেন তিনি।
গত পাঁচ মাসে মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের ৫ সদস্য। এ বছরের ২৯ জুলাই মারা যান আমিনুল ইসলাম সুরুজ। ৮ আগস্ট সাইদুর রহমান প্যাটেলের মৃত্যু সংবাদ আসে। এরপর ১৯ সেপ্টেম্বর বিমল করও চলে যান না ফেরার দেশে। ১৮ নভেম্বর অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা যান।
সেই শোক সামলানোর আগেই এবার চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক ফুটবলার ফজলে সাদাইন খোকন। সাবেক এই মিডফিল্ডারের মৃত্যু কালে বয়স হয়েছিল ৭২ বছর।
রাজশাহীর বোয়ালিয়ার ফুটবলার ফজলে সাদাইন খোকন অনেক দিন ধরেই ছিলেন আলোচনার বাইরে। মৃত্যু দিয়েই যেন শিরোনামে আসলেন তিনি। ১৯৬৮ সালে আজাদ স্পোর্টিং দিয়ে ঢাকার ফুটবলে শুরু। ১৯৭০ সালে ওয়ারান্ডার্সে, ’৭৪ সালে ওয়াপদা হয়ে ১৯৭৬ সালে আবাহনীতে নাম লেখান।