এই ‘রেট্রো’ জার্সি আর্জেন্টিনা পরবে মোটে একবার!
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এবার বিশেষ এক রেট্রো জার্সি প্রস্তুত করেছে অ্যাডিডাস। এই ডিজাইনের জার্সি আলবিসেলেস্তেরা পরেছিল ১৯৭৪ বিশ্বকাপে।
এই জার্সিতে প্রথাগত আকাশী-সাদা আছে। আর্জেন্টিনার ক্রেস্টের পাশে আছে সোনালি রঙা লরেল ফুলের মালা। তার ওপরে আছে আর্জেন্টিনার তিন বিশ্বকাপ জয়ের স্মারক তিন তারকা।
আগামী ১৯ নভেম্বর লা বম্বনেরায় পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। সে ম্যাচে আকাশী সাদারা এই জার্সি পরে খেলবে। তবে সে ম্যাচের পর আর কখনো এই রেট্রো জার্সি পরবে না আর্জেন্টিনা।
অ্যাডিডাস সম্প্রতি সেই জার্সির জন্য একটি প্রোমো ভিডিও বানিয়েছে। সেখানে লিওনেল মেসিসহ আর্জেন্টিনার খেলোয়াড়রা আছেন, সঙ্গে আছেন কিট ম্যানেজার মারিও দে স্তেফানো। সবাই এই ভিডিওতে একটা করে বাক্য বলেছেন।
এই ভিডিওতে আলেহান্দ্রো গারনাচোকে দেখা যায় বাংলাদেশি আর্জেন্টিনা ভক্তদের সমর্থনকে স্মরণ করতে। সেখানে ২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচে লুই ফন হালের একটা অংশও আছে, যা আর্জেন্টিনা-নেদারল্যান্ডস দ্বৈরথের কথা মনে করিয়ে দেয়।