ইংল্যান্ড দলে ফিরলেন স্টোকস

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইংলিশ অধিনায়ক বেন স্টোকস চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি। তবে মুলতানে এরপরও সে টেস্টটা ইংল্যান্ড জিতেছে ইনিংস ব্যবধানে। আগামীকাল মঙ্গলবার থেকে সে মুলতানেই শুরু হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট। হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠে এই টেস্ট দিয়ে দলে ফিরছেন স্টোকস। তাকে রাখা হয়েছে ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবেও।

স্টোকস দুই মাস আগে এই চোটে আক্রান্ত হন এবং শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ এবং গত সপ্তাহের প্রথম টেস্টেও খেলতে পারেননি। 

বিজ্ঞাপন

পেসার ম্যাথিউ পটসও দলে ফিরে এসেছেন। পেসার গাস অ্যাটকিনসন এবং ক্রিস ওকসকে বিশ্রাম দেওয়া হয়েছে। 

যিনি প্রথম টেস্টের আগেই নেটে বোলিং করছিলেন স্টোকস। তবে দ্বিতীয় টেস্ট দিয়ে তিনি ফিরলেন একাদশে। তিনি জানালেন, তৃতীয় সিমারের ভূমিকায় তাকে রাখা হয়েছে একাদশে। 

তিনি বলেন, ‘আমি তৃতীয় সিমার হিসেবে খেলছি। আমি বোলিং করতে প্রস্তুত। যখন সময় সঠিক বলে মনে করব এবং প্রভাব ফেলার প্রয়োজন হবে, তখনই বোলিং করতে পারব।’

স্টোকসের অনুপস্থিতিতে প্রথম টেস্টে ইংল্যান্ডের নেতৃত্ব দেন ওলি পোপ। তার নেতৃত্বেই ইংলিশরা ইনিংস ও ৪৭ রানে জয়ী হয়।

দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ:
বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ব্রাইডন কার্স, ম্যাথিউ পটস, জ্যাক লিচ, শোয়েব বশির।