শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়লেন জ্যোতি-রাবেয়ারা

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা এ বলের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ছাড়াও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী এ দল। আসন্ন দুটি সিরিজের জন্য শ্রীলঙ্কার উদ্দেশে আজ (বৃহস্পতিবার) দেশ ছাড়লেন জ্যোতি-রাবেয়ারা।

এ দলের মোড়কে আসন্ন অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আসরে যাচ্ছেন জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই। তবে নেতৃত্বে এসে ভিন্নতা। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ এ দলের অধিনায়ক থাকবেন রাবেয়া খান।

বিজ্ঞাপন

এদিকে শ্রীলঙ্কা সফরের এই দল থেকেই দেখা মিলবে বাংলাদেশের বিশ্বকাপ দলের বড় অংশের। এমন আভাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন বিসিবির নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার। এবার সফরটির দল ঘোষণার পর অনেকটাই মিলেছে সেই সূত্র। যেখানে নিয়মিতদের মধ্যে নেই কেবল রুমানা আহমেদ। এদিকে দলটিতে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে আছেন শামীমা সুলতানার। যিনি আট মাসের বেশি সময় ধরে আছেন জাতীয় দলের বাইরে।

ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু হবে বাংলাদেশ এ দলের। পেনাগোডায় প্রথম ওয়ানডে ৮ সেপ্টেম্বর, পরের ম্যচাতি কলম্বোতে ১০ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ১২ সেপ্টেম্বর।

শ্রীলঙ্কার সফরের জন্য বাংলাদেশ এ দল:

রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।