পাকিস্তানকে উড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো তাদেরকে টেস্টে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে স্বাগতিকদের তাদেরই মাটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল টাইগাররা। সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয় তুলে নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে যেকোনো সিরিজে হারাল নাজমুল শান্তর দল।

ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি খেলা। দ্বিতীয় দিনে টস জিতে শুরুতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পুরো দিন ব্যাট হাতে পাকিস্তানের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৭৪ রান। সেদিনই শেষ বিকেলে মাঠে নেমে বিনা উইকেটে ১০ রান করেন দুই টাইগার ওপেনার।

বিজ্ঞাপন

তৃতীয় দিনের শুরুতেই বড়সড় ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ২৬ রানের মাথায় ৬ উইকেট হারায় সফরকারীরা। এমন বিপর্যয়ের সময় দলের হাল ধরেন লিটন দাস ও মেহেদী মিরাজ জুটি। দুর্দান্ত এক ইনিংস খেলেন লিটন, তুলে নেন নিজের শতকও। মিরাজও দেখা পান তার ফিফটির। এই জুটিতে ভর করেই মূলত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

৭৯তম ওভারে দলীয় ২৬২ রানে থামে বাংলাদেশের ইনিংস। লিডে থেকেই ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শেষ বিকেলে মাঠে নেমেই হাসান মাহমুদের তোপের মুখে পড়ে ৯ রানে দুই উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

চতুর্থ দিনের শুরুটাও ছিল টাইগার বোলারদের দাপটে। বিশেষ করে পেসাররা যেন নিজেদের সেরা ফর্মটাই মাঠে দেখিয়েছেন। প্রথমবারের মতো কোনো ইনিংসের সবকটি উইকেটই তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। দলীয় ১৭২ রানে থামে পাকিস্তান। বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৮৫ রানের।

লক্ষ্যটা খুব বেশি বড় না হলেও চতুর্থ দিনের শেষ সেশন ও পঞ্চম দিনের পিচ হওয়ায় কিছুটা শঙ্কা লেগেই ছিল, তার ওপর বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনাও ছিল। চতুর্থ দিনের শেষভাগে মাঠে নেমেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন দুই টাইগার ওপেনার সাদমান ও জাকির। ৭ ওভারেই স্কোরবোর্ডে জমা করেন ৪২ রান। এরপর বৃষ্টিতে ভেস্তে যায় দিনের বাকি সময়।

আজ পঞ্চম দিনে আকাশ পরিষ্কার থাকায় যথাসময়েই মাঠে গড়ায় খেলা। ভালো খেলতে থাকা দুই ওপেনার সাজঘরে ফেরেন পাঁচ ওভারের ব্যবধানেই। এরপর সেই চাপ সামলে দলকে এগিয়ে নিতে থাকেন শান্ত-মিরাজ জুটি।

থিতু হতে থাকা এই জুটিও ফেরেন মধ্যহ্ন বিরতির আগেই। বাংলাদেশের রান তখন ১২২। এরপর অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের হাত ধরে জয়ের দিকে এগোতে থাকে বাংলাদেশ। অবশেষে সাকিবের হাত ধরেই আসে সেই কাঙ্ক্ষিত জয়। পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তান ১ম ইনিংসঃ ২৭৪ (৮৫.১ ওভার); সাইম ৫৮, শান ৫৭; মিরাজ ৫-৬১, তাসকিন ৩-৫৭

বাংলাদেশ ১ম ইনিংসঃ ২৬২ (৭৮.৪ ওভার); লিটন ১৩৮, মিরাজ ৭৮; খুররম ৬-৯০, হামজা ২-৫০

পাকিস্তান ২য় ইনিংসঃ ১৭২ (৪৬.৪ ওভার); সালমান ৪৭*, রিজওয়ান ৪৩; হাসান ৫-৪৩, নাহিদ ৪-৪৪

বাংলাদেশ ২য় ইনিংসঃ ১৮৫/৪ (৫৬ ওভার); জাকির ৪০, শান্ত ৩৮; আবরার ১-৪০, হামজা ১-৪৬

ফলঃ বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

ম্যাচসেরাঃ লিটন দাস

সিরিজসেরাঃ মেহেদী হাসান মিরাজ