ইতিহাস গড়তে বাংলাদেশ চাই ২৫ রান

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুই ওপেনার সাদমান ও জাকিরকে হারানোর পর অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হকের ব্যাটে ভর করেই জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। দলীয় ১২২ রানে দুই উইকেট হারিয়ে মধ্যহ্ন বিরতি থেকে ফিরেছিল সফরকারীরা।

শান্ত-মুমিনুল জুটি দেখেশুনেই এগোচ্ছিলেন। কিন্তু আঘা সালমানের ওভারে মিড অফে আলতো করে ক্যাচ তুলে দেন অধিনায়ক শান্ত। মুশফিককে নিয়ে এরপর মুমিনুল হাল ধরেন। তবে বেশিক্ষণ থিতু হতে পারলেন না। আবরার আহমেদের ওভারে সাজঘরে ফেরত গেলেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে বৃষ্টি শঙ্কা কাটিয়ে আজ পঞ্চম দিনের খেলা যথাসময়েই শুরু হয়েছিল। গতকাল বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার পর আজকেও দারুণ ব্যাটিং করছিলেন সাদমান-জাকিরের ওপেনিং জুটি। ব্যক্তিগত ৪০ রানে বোল্ড হয়ে ফেরেন জাকির। তাতে ভাঙ্গে বাংলাদেশের ৫৮ রানের উদ্বোধনী জুটি।

অভিজ্ঞ দুই ব্যাটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম এখন ক্রিজে আছেন। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ২৫ রান। এরপরই পাকিস্তানকে তাদেরই মাটিতে সিরিজ হারিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাবে টাইগাররা।