দুই ওপেনারকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে শুরুটা বেশ ভালোই করেছিলেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। তবে ১৩তম ওভারে জাকির ও ১৮তম ওভারে সাদমান আউট হওয়ায় কিছুটা বিপাকে পড়তেছে টাইগাররা। ফর্মে থাকা এই দুই ওপেনারের উইকেটে টিকে থাকাটা প্রয়োজন ছিল সফরকারীদের জন্য।

ব্যক্তিগত ৪০ রানে বোল্ড হয়ে ফিরেছেন জাকির। তাতে ভেঙেছে বাংলাদেশের ৫৮ রানের ওপেনিং জুটি। মাঝে একবার পাকিস্তানী ফিল্ডারের ক্যাচ ফসকে যাওয়ার সুবাদে জীবন পেয়েছিলেন সাদমান। কিন্তু সেটা কাজে লাগাতে পারলেন না, ব্যক্তিগত ২৪ রান করে সাজঘরে ফিরলেও তিনিও।

বিজ্ঞাপন

উইকেটে এখন অধিনায়ক নাজমুল শান্তকে সঙ্গে করে টিকে আছেন মুমিনুল হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৯৩ রান। ইতিহাস গড়ে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন আর ৯২ রান।

এর আগে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের শুরুতে বৃষ্টির শঙ্কা থাকলেও যথাসময়েই শুরু হয়েছিল খেলা।