গতিদানব শোয়েবের শহরেই নাহিদ রানার গতির ঝড়

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্পিডস্টার শোয়েব আখতারের রাওয়ালপিন্ডিতে বরাবরের মতোই দেখা যায় পেসারদের দাপট। এবারও সেটা দেখা গেল, তবে তা বাংলাদেশি পেসারদের। ক্রিকেটে ইতিহাসে সর্বোচ্চ গতির বোলারের ঘরের মাঠেই, টাইগার পেসার নাহিদ রানা করলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচাইতে বেশি গতির ডেলিভারি!

নিয়মিতই ১৪৫ এর ওপর গতি তুলতে থাকা নাহিদ দেড়শো কিলোমিটারের খুব কাছাকাছি গিয়েও সেটা স্পর্শ করতে পারছিলেন না। অবশেষে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন গতি তুললেন ১৫২ কিলোমিটার। যেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই সর্বোচ্চ গতির ডেলিভারি। শুধু গতিই তুলেননি, উইকেট তুলে নিয়েছেন চারটা৷

বিজ্ঞাপন

নাহিদ ফাইফার নিতে না পারলেও পেরেছেন আরেক তরুণ পেসার হাসান মাহমুদ। তৃতীয় দিন বিকেলেই আব্দুল্লাহ শফিক আর খুররাম শেহজাদের উইকেট নিয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন। পরদিন ক্রিজে সেট হওয়া রিজওয়ানের উইকেটও নিয়েছেন হাসান। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে পাকিস্তানের মাটিতে শিকার করেছেন পাঁচ উইকেট।

সবমিলিয়ে এই ইনিংসে দশ উইকেটের সবগুলোই নিয়েছেন পেসাররা। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই কীর্তিও এবারই প্রথম। এর আগে চারবার নয় উইকেট করে নেওয়া হলেও দশ উইকেট নেওয়া হয়নি টাইগারদের।