জাকিরের ব্যাটে উড়ন্ত সূচনা বাংলাদেশের

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বেশ সাবলীল শুরু করেছে বাংলাদেশ। রানের খাতা সচল রেখেছেন দুই টাইগার ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। চা বিরতি পর্যন্ত টাইগারদের স্কোরবোর্ডে রান জমা হয়েছে বিনা উইকেটে ৩৭। জয়ের জন্য বাংলাদেশের চাই আরও ১৪৮ রান।

ব্যাট হাতে নেমেই আগ্রাসী খেলা শুরু করেন জাকির হাসান। ২ ছক্কা ও ১টি চারের মারে ২১ বলে তিনি করেছেন ২৭ রান। তার সঙ্গী সাদমান ইসলামও ১৫ বলে ৮ রানে অপরাজিত আছেন। দেখেশুনেই এগোচ্ছেন দুই টাইগার ওপেনার।

বিজ্ঞাপন

এর আগে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে স্কোরবোর্ডে মোট ১৭২ রান সংগ্রহ করে সবকটি উইকেট হারিয়েছিল পাকিস্তান। এতে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৮৫ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তান ১ম ইনিংসঃ ২৭৪ (৮৫.১ ওভার); সাইম ৫৮, শান ৫৭; মিরাজ ৫-৬১, তাসকিন ৩-৫৭

বাংলাদেশ ১ম ইনিংসঃ ২৬২ (৭৮.৪ ওভার); লিটন ১৩৮, মিরাজ ৭৮; খুররম ৬-৯০, হামজা ২-৫০

পাকিস্তান ২য় ইনিংসঃ ১৭২ (৪৬.৪ ওভার); সালমান ৪৭*, রিজওয়ান ৪৩; হাসান ৫-৪৩, নাহিদ ৪-৪৪

বাংলাদেশ ২য় ইনিংসঃ ৩৭/০ (৬ ওভার); জাকির ২৭*, সাদমান ৮*; খুররম ০-২৩, হামজা ০-১২