রাওয়ালপিন্ডিতে সাকিবের বিশ্বরেকর্ড

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাঠের বাইরে নানান বিষয়ে সাকিব বেশিরভাগ সময়েই থাকেন আলোচনায়। তবে মাঠে খেলায় একের পর এক রেকর্ডে নাম লিখিয়ে চলেছেন এখনো। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পেয়েছিলেন ১ উইকেট। পরের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৩ উইকেট তুলেই গেলেন বিশ্বরেকর্ড বনে। আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট এখন সাকিবেরই।

এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের উইকেট সংখ্যা ৭০৭। এতে তিনি পেছনে ফেলেছেন কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরির কীর্তিকে। ৩৬২ টেস্ট, ৩০৫ ওয়ানডে এবং ৩৮ টি-টোয়েন্টি মিলিয়ে ৭০৫ উইকেট নিয়ে এতদিন সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার ছিলেন ভেট্টোরি। তবে রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে এসে তাকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছালেন সাকিব।

বিজ্ঞাপন

টেস্টের শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৫০ ওভার শেষে ৮ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৩৯ রান। এতে বাংলাদেশের চেয়ে তারা এগিয়ে আছে ২২ রানে।

এদিকে এই টেস্টে নামার আগে সাকিবের মোট আন্তর্জাতিক উইকেট সংখ্যা ছিল ৭০৩। পরে প্রথম ইনিংসে ১ উইকেটের নেওয়ার পর আজকের দিনের প্রথম সেশনে সৌদ শাকিলের উইকেট তুলে ভেট্টোরির কীর্তি ছুঁয়ে ফেলেন সাকিব। পরে ওপেনার আবদুল্লাহ শফিকের উইকেট তুলেই ছাড়িয়ে যান ভেট্টোরিকে।

এদিকে তিন ফরম্যাট মিলিয়ে বাঁহাতি বোলার হিসেবে সাকিবের ওপরে আছেন কেবল চামিন্দা ভাস ও ওয়াসিম। শ্রীলঙ্কার কিংবদন্তি ভাসের মোট উইকেট সংখ্যা ৭৬১টি। এদিকে বাঁহাতি বোলার হিসেবে ৯১৬ উইকেট শিকারে সবার ওপরে আছেন পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

সব মিলিয়ে সবার ওপরে আছেন মুত্তিয়া মুরালিধরন। তার উইকেট সংখ্যা ১ হাজার ৩৪৭।