রাওয়ালপিন্ডিতে ইতিহাসের দুয়ারে বাংলাদেশ

  • Apon tariq
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনটা বাংলাদেশের বললে কোনো ভুল হওয়ার কথা নয়। কারণ চতুর্থ দিনের শেষ সেশনে ২৩ রানে এক উইকেট হারানো পাকিস্তান পঞ্চম দিনের প্রথম সেশনে ৮৫ রান তুলতেই হারিয়েছে পাঁচ উইকেট। ৩৬ ওভারে তাদের সংগ্রহ ১০৮, হারিয়েছে ছয় উইকেট।

দিনের দ্বিতীয় ওভারেই দলীয় ২৮ রানে এবং ব্যক্তিগত ১৪ রানে শান মাসুদকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। এরপর বাবর আজমকে সাথে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন আব্দুল্লাহ শফিক। দলীয় ৬৬ রানে ব্যক্তিগত ২২ রানে বাবর আজমকে বোল্ড করেন নাহিদ রানা।

বিজ্ঞাপন

এরপরই শুরু হয় পাকিস্তানের ছন্দপতন। পরের ওভারেই, দলের স্কোরবোর্ডে এক রান যোগ হতেই সৌদ শাকিলকে লিটন দাসের স্টাম্পিং বানান সাকিব আল হাসান৷ শাকিল রানের খাতা খুলতেই পারেননি।

এরপর ক্রিজে সেট হওয়া ওপেনার আব্দুল্লাহ শফিককেও ফেরান সাকিব৷ ভয়ংকর হয়ে ওঠার আগে এই ওপেনার খেলেন ৮৬ বলে করেন ৩৭ রান। এর আগে অবশ্য মোহাম্মদ রিজওয়ানের সাথে গড়েন ৩৭ রানের জুটি।

লাঞ্চের দুই ওভার আগে পাকিস্তানের কাফিনে আরও একটা পেরেক ঠুকেন মেহেদী হাসান মিরাজ। মাত্রই ক্রিজে আসা আগা সালমানকে ফেরান গোল্ডেন ডাকে। ক্রিজে থাকা রিজওয়ান খেলছেন ওয়ানডে স্টাইলে। ২৭ বলে চার বাউন্ডারিতে তার রান ২৪।

সব মিলিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩৬ ওভারে ১০৮/৬। নিসন্দেহে এই সেশনে চালকের আসনে বাংলাদেশ।