১৫ হাজার রানের মাইলফলকে মুশফিক

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে বিরল এক কীর্তিতে নাম লেখালেন মুশফিকুর রহিম। দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ এই টাইগার ব্যাটার।

এর আগে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই কীর্তি নিজের দখলে রেখেছিলেন তামিম ইকবাল। ২০২৩ সালের মার্চ মাসের ২০ তারিখ এই মাইলফলক স্পর্শ করেছিলেন তামিম। আজ তার সতীর্থ মুশফিক প্রায় এক বছর পাঁচ মাস পর এই কীর্তিতে ভাগ বসালেন।

বিজ্ঞাপন

আজ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে ব্যাট হাতে অপরাজিত ছিলেন মুশফিক। দিন শেষ হওয়ার আগেই তুলে নিয়েছেন নিজের অর্ধশতকও। টেস্ট ক্যারিয়ারে এটি তার ২৮তম ফিফটি। লিটন দাসকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। বাংলাদেশের থেকে স্বাগতিক পাকিস্তান এখনো ১৩২ রান এগিয়ে আছে।