প্রথম মাসের বেতন বন্যার্তদের সাহায্যে দেবেন ক্রীড়া উপদেষ্টা 

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এক ভিডিও বার্তায় গতকাল (বৃহস্পতিবার) সবাইকে এক হয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবার উপদেষ্টা হিসেবে নিজের প্রথম মাসের পুরো বেতন বন্যার্তদের সাহায্যে দান করার কথা জানান আসিফ মাহমুদ। 

গত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবেলায় সকলে এগিয়ে আসুন।’ 

বিজ্ঞাপন

এছাড়া আজ এক পোস্টে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, কর্মচারীগণ ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন বলেও জানান ক্রীড়া উপদেষ্টা।  

এদিকে গতকালের সেই ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেছিলেন, ‘একইসাথে সারাদেশের সকলকে জাতীয় ঐক্য গঠন করে এই সংকট (বন্যা) মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ঠিক যেভাবে ফ্যাসিস্ট সরকারের (সবশেষ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার) বিপক্ষে সবাই একসাথে লড়াই করেছিলাম সেভাবেই দেশের জনগণকে যার যার জায়গা থেকে লজিসটিক্স সাপোর্ট দিয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’