তৃতীয় দিনের শুরুতেই চাপে বাংলাদেশ

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের একদম শেষদিকে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সেখানে ১২ ওভারে বিনা উইকেটে ২৭ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে সফরকারীরা। লক্ষ্য ছিল আগের দিনের মতো সাবধানী অবস্থানে থেকে তৃতীয় দিন শুরু করা। তবে সেই পরিকল্পনটা ভেস্তে গেল শান্তদের। দিনের শুরুতেই মোহাম্মদ রিজওয়ানের দারুণ ক্যাচে ফিরলেন জাকির হাসান। পরে দলীয় সংগ্রহ অর্ধ-শত পেরোতেই সাজঘরে ফিরলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৬ রান। ২২ গজে চাপ সামলাতে এই মুহূর্তে ব্যাট করছেন ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হক।

বিজ্ঞাপন

১৭তম ওভারে জাকির (২৪) ফেরেন নাসিম শাহের বলে। পরে আরেক ওপেনার সাদমানকে নিয়ে চাপ সামলে ওঠার পথেই এগোচ্ছিলেন অধিনায়ক শান্ত। তবে দলীয় ৫৩ রানের মাথায় খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরের রাস্তা মাপেন তিনি। তার ব্যাটে আসে ১৬ রান।

এর আগে তৃতীয় দিনের শেষ দিকে এসে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। সেখানে দলীয় সর্বোচ্চ ১৭১ রান করে অপরাজিত ছিলেন রিজওয়ান। এছাড়া সৌদ শাকিল করেন ১৪১ রান এবং সাইম আইয়ুবের ব্যাটে আসে ৫৬ রান।