বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছেন রিজওয়ানরা

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন স্বাগতিক চার টপ অর্ডারের উইকেট শিকার করে দারুণ সূচনা করেছিলেন টাইগার বোলাররা। এরপর বেশ সাবধানে খেলতে থাকেন সৌদ শাকিল এবং অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান জুটি। প্রথম দিন শেষে করে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনেও দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন তারা দুইজন। প্রথম সেশন শেষে পাকিস্তানের দলীয় সংগ্রহ ছিল ২৫৬ রান।

দ্বিতীয় সেশনে মিরাজের ওভারে কাটা পড়েন দারুণ ছন্দে থাকা সৌদ শাকিল। ১৪১ রানে সাজঘরে ফেরেন তিনি। তবে যাওয়ার আগে গড়ে গিয়েছেন রেকর্ড। পাকিস্তানের হয়ে যৌথভাবে দ্রুততম এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

বিজ্ঞাপন

চা বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ৩৬৭ রান। শুরুর ধাক্কা সামলে উঠে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পথেই আছে তারা। আঘা সালমানকে সঙ্গে করে রানের খাতা সচল রেখেছেন মোহাম্মদ রিজওয়ান।

(দ্বিতীয় দিন দ্বিতীয় সেশন শেষে)

পাকিস্তানঃ ৩৬৭/৫ (৯৮ ওভার); শাকিল ১৪১, রিজওয়ান ১৩৪*, ; শরিফুল ২-৫৯, হাসান ২-৭০