টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায় পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি আসর অনুষ্ঠিত হয়েছে। কোনোটিতেই ফাইনাল খেলতে পারেনি পাকিস্তান। যদিও তৃতীয় তথা চলমান আসরে সে কাজটি করে দেখাতে চান পাকিস্তানের সাদা পোশাকের দলের অধিনায়ক শান মাসুদ।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে পাকিস্তান। যেখানে পেয়েছে দুটি জয়ের দেখা। নয় দলের টুর্নামেন্টে তাদের অবস্থান ছয় নম্বরে। বর্তমান পরিস্থিতি থেকে উন্নতি করে সেরা দুইয়ে থাকতে চাইলে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই এশিয়ান দলটির জন্য। সেসব চিন্তা না করে আপাতত বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে শতভাগ জয় চান মাসুদ।

বিজ্ঞাপন

বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল। তার আগে আজ সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, ‘এবার আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাই। এজন্য আমাদের ঘরের মাঠে ম্যাচ জেতা জরুরি। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। এক্সাইটিং ক্রিকেট খেলতে হবে। এটা শুধু সমর্থক না, আমাদের জন্যও। তবে শুধু টেস্ট না, আমরা স ব সংস্করণেই নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই।’

শক্তির বিচারে পিছিয়ে থাকলেও আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না মাসুদ, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো আসরে কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই। সব প্রতিপক্ষই বেশ শক্তিশালী। যেকোনো দলই আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পাারে। আমরা আমাদের শক্তির ওপর ভরসা রাখছি। কীভাবে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়া এবং ভালো করা যায় সেটা নিয়ে ভাবছি।’