বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা উচিত হবে না, বললেন হিলি

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে দেশের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর কারণে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ এখানে আয়োজন না করার। নিরাপত্তাজনিত কারণে বিশ্বের অন্যান্য দেশও চাচ্ছে না বাংলাদেশে এসে এই মেগা টুর্নামেন্টটি খেলতে। এমতাবস্থায় আরব আমিরাতে বিশ্বকাপ আসর হওয়ার কথা চলছে।

অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলিও এবার বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে কথা বলেছেন। তিনি মনে করেন যে এখানে বিশ্বকাপ আয়োজন করাটা ভুল সিদ্ধান্ত হবে।

বিজ্ঞাপন

হিলি বলেছেন, ‘এই মুহুর্তে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করাটা আমার কাছে কঠিন মনে হচ্ছে। আমার মনে হয় এরকম করাটাও ভুল কাজ হবে।’

তিনি আরও বলেন, ‘এই মুহুর্তে বাংলাদেশে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন না করার অনেক কারণ রয়েছে, তবে আমি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা আইসিসির ওপরই ছেড়ে দিব।’

যদিও বাংলাদেশ এখনও নিজেদের ঘরের মাঠে সুশৃঙ্খল এবং মূল পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্টের আয়োজন করতে আগ্রহী। তবে এমনটা এবার আর হচ্ছে না অনেকটাই নিশ্চিত।