ক্রীড়া উপদেষ্টার সঙ্গে মিরপুরে তামিম ইকবাল

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রবিবার (১৮ আগস্ট) থেকেই শোনা যাচ্ছিল যে আজ (সোমবার) ক্রীড়া উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো বিসিবি কার্যালয় পরিদর্শনে আসবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাকে সাদরে বরণ করার জন্য এদিন সকাল ১১টা থেকেই মিরপুর স্টেডিয়ামের সামনে ছিল ছাত্র-জনতার ভিড়। ব্যানার-প্ল্যাকার্ড হাতে সকাল থেকেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাদের।

তবে উপদেষ্টা এসে পৌঁছানোর আগেই স্টেডিয়ামে পা রাখেন বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবাল। এরপর দুপুর ১টার দিকে বিসিবি কার্যালয়ে আসেন আসিফ।

বিজ্ঞাপন

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম। আজ এসেছেন মিটিংয়ে। সাবেক এই টাইগার অধিনায়ককে আবারও জাতীয় দলের জার্সিতে দেখতে চান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সে প্রসঙ্গেই আলোচনা করতে মিরপুর স্টেডিয়ামে এসেছেন তামিম।

তামিমকে নিয়ে প্রথমে প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা। বিসিবি সিইও নিজামউদ্দিন সুমনও তাদের সঙ্গে ছিলেন। এরপর ড্রেসিংরুম পার করে মিডিয়া রুমে প্রবেশ করেন আসিফ। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও সঙ্গে ছিলেন। সবশেষে একাডেমি ভবনে যান তারা।