সেরা একাদশে ধোনিকে রাখেননি কার্তিক

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীনেশ কার্তিক, সম্প্রতি মাঠের ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। ভারত জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার এখন কোচিং এবং ধারাভাষ্যকার হিসেবেই বেশি পরিচিত। তার চোখে নিজ দেশ ভারতের সর্বকালের সেরা একাশ সাজিয়েছেন তিনি। তবে সবাইকে অবাক করেছে যে বিষয়টি, এই দলে তিনি জায়গা দেননি ভারত ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে!

কার্তিকের সর্বকালের সেরা একাদশে থাকা ক্রিকেটাররা হলেন- বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জাসপ্রিত বুমরাহ এবং জহির খান।

বিজ্ঞাপন

দুই আগ্রাসী ব্যাটারকে নিয়ে ওপেনিং জুটি সাজিয়েছেন কার্তিক। এরপর দলে আছেন সদ্য ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ানো রাহুল দ্রাবিড়। দলে আর কোনো পেশাদার উইকেটরক্ষক বা থাকায় দ্রাবিড়কেই এই দায়িত্ব পালন করতে হবে।

শচীন এবং কোহলির মতো দুই প্রজন্মের কিংবদন্তি ব্যাটারও আছেন এই একাদশে। অলরাউন্ডার হিসেবে থাকবেন যুবরাজ এবং জাদেজা। এই দুজনই ভারতের বিপর্যয়ের সময় একা হাতে ম্যাচ নিজেদের দখলে নেওয়ার যোগ্যতা রাখেন।

বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অশ্বিন ও কুম্বলে। শেষে দুই পেসার হিসেবে রেখেছেন বর্তমান সময়ের সেরা পেসার বুমরাহ এবং জহির খানকে।