এনসিএ’র প্রধান হিসেবে মেয়াদ বাড়ালেন ভিভিএস লক্ষণ

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) বর্তমান প্রধান হচ্ছেন ভিভিএস লক্ষণ। তিনি ভারতেরই সাবেক তারকা ব্যাটার। তবে তার সঙ্গে প্রাথমিক চুক্তিটা শেষ হওয়ার পথে। যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের সেপ্টেম্বরে। তবে সেই চুক্তিটা অন্তত আরও এক বছরের জন্য বাড়াতে চান লক্ষণ।

লক্ষণের চুক্তি বৃদ্ধির বিষয়টি মূলত বেঙ্গালুরুতে এনসিএ'র নতুন অত্যাধুনিক ক্যাম্পাস উদ্বোধনকে মাথায় রেখে। ২০২২ সালের জানুয়ারিতে যার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল।

বিজ্ঞাপন

এনসিএ'এর নতুন এই অত্যাধুনিক ক্যাম্পাসে থাকছে ১০০টি পিচ, ৪৫টি ইনডোর পিচ, তিনটি আন্তর্জাতিক মাপের মাঠ, একটি আধুনিক পুনর্বাসন কেন্দ্র, থাকার ব্যবস্থা এবং অলিম্পিক আকারের পুল ছাড়াও বেশ কিছু সুযোগ-সুবিধা।

বছর তিনেক আগে এনসিএ'র এই দায়িত্বে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়ে ইনজুরি ম্যানেজমেন্ট, ক্রিকেটারদের পুনর্বাসন প্রক্রিয়া, কোচিং প্রোগ্রাম এছাড়াও জাতীয়-বয়সভিত্তিক-মেয়েদের দলের রোডম্যাপ প্রস্তুতের বিষয়গুলো সামলিয়ে আসছেন লক্ষণ। এবং সামনে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারতের এ দলের সফর স্থিতিশীল রাখা।