অলিম্পিক শেষেই বিদায় নেবেন মারে
ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে বিদায়ের ঘোষণা দিয়ে দিয়েছেন। জানিয়েছেন প্যারিস অলিম্পিকই হবে তার শেষ টুর্নামেন্ট।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘শেষ টেনিস টুর্নামেন্ট অলিম্পিকসে খেলতে প্যারিসে এসে পৌঁছেছি। গ্রেট ব্রিটেনের হয়ে লড়াই করাটা আমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় কিছু সময় ছিল। শেষ একটা বারের মতো এটা করতে পেরে নিজের ওপর গর্ব হচ্ছে অনেক।’
মারে তার সেরা নৈপুণ্যটা দেখিয়েছেন অলিম্পিকে। ৩৭ বছর বয়সী এই তারকা অলিম্পিকের দুইবারের সোনাজয়ী। ২০১২ সালে অলিম্পিকের ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে জেতেন প্রথম সোনা। এরপর ২০১৬ সালেও সোনা জেতেন তিনি।
২০২৪ প্যারিস অলিম্পিকে পঞ্চম বারের মতো নামছেন ব্রিটেনের হয়ে। আসরে তিনি এবার খেলবেন সিঙ্গেল ও ডাবলস বিভাগে।