আফগানদের ১৮২ রানের চ্যালেঞ্জ ভারতের

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শেষটা ভারত যেমন চেয়েছিল, তেমন হয়নি। তবে যা হয়েছে, তাও কম কীসে? সূর্যকুমার যাদবের ফিফটিতে ভর করে দলটা ৮ উইকেট খুইয়ে ২০ ওভারে তুলে ফেলেছে ১৮১ রান। তাতে আফগানদের সামনে চ্যালেঞ্জটা দাঁড়াল ১৮২ রানের। 

ভারতকে শুরুর ধাক্কাটা দিয়েছিলেন ফজলহক ফারুকী। তার শিকার হয়ে ১৩ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন রোহিত। কোহলিও ব্যর্থ হন আজ। ২৪ বলে ২৪ রান করে ফেরেন। তার আগে পান্ত আক্রমণের চেষ্টা করে ফেরেন ১১ বলে ২০ রান নিয়ে।

বিজ্ঞাপন

দুজনের উইকেটই শিকার করেন রশিদ খান। এরপর শিভম দুবেও যখন রশিদের শিকার বনে গেলেন, ৯০ রানে ৪ উইকেট খুইয়ে ভারত তখন খাদের কিনারে।

ঠিক সে সময় দলের ত্রাতা হয়ে আসেন সূর্যকুমার। ২৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে তিনি ভারতকে দেন বড় রানের দিশা। তাকে ফিফটির পরের বলেই বিদায় করেন ফারুকী।

তাকে সঙ্গ দেওয়া হার্দিক পান্ডিয়াও খুব বেশি দূর এগোতে পারেননি, ২৪ বলে ৩২ রানের ইনিংস খেলে তিনি বিদায় হন নাভিন উল হকের বলে আউট হয়ে। শেষ দিকে অক্ষর পাটেলের ৬ বলে ১২ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৮১ তোলে ভারত।