নতুন চ্যালেঞ্জ সামনে রেখে অ্যান্টিগায় বাংলাদেশ

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সেই ২০০৭। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেবার বাংলাদেশ খেলেছিল সুপার এইটে। এরপর থেকে বাংলাদেশ আর কখনও সুপার এইট পর্বে খেলতে পারেনি। প্রায় ১৭ বছর পর এসে সে বৃত্তটা ভাঙল নাজমুল হোসেন শান্তর দল। তিন জয় নিয়ে চলে এসেছে সুপার এইটে। এবার নতুন চ্যালেঞ্জ সামনে। সে চ্যালেঞ্জের মুখোমুখি হতে আজই বাংলাদেশ পৌঁছে গেছে অ্যান্টিগায়। 

সুপার এইট পর্বটা একটা চ্যালেঞ্জ অবশ্যই। বাংলাদেশের সামনে আরও একটা চ্যালেঞ্জ আছে। সুপার এইট পর্বে প্রথম জয়টা তুলে নেওয়ার চ্যালেঞ্জ। সেটা জয়ের সুযোগ বাংলাদেশ পাচ্ছে আগামী ২১ জুনই। সেদিন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দল।

বিজ্ঞাপন

পরের ম্যাচটা ভারতের বিপক্ষ। ২২ জুন মাঠে গড়াবে ম্যাচটা। সে ম্যাচ দুটো মাঠে গড়াবে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। ম্যাচগুলো খেলতে বাংলাদেশ আজ পৌঁছে গেছে অ্যান্টিগায়।

আজ অবশ্য কোনো অনুশীলন নেই দলের। কাল থেকে শুরু হবে সে ম্যাচদুটোর প্রস্তুতি।