টিভিতে যা দেখবেন আজ
টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
রাত ৮-৩০ মি., নাগরিক টিভি ও টফি
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
চেক প্রজাতন্ত্র-উত্তর মেসিডোনিয়া
রাত ১০টা, সনি টেন ২
নেদারল্যান্ডস-আইসল্যান্ড
রাত ১২.৪৫টা, সনি টেন ২
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
রাত ৮-৩০ মি., নাগরিক টিভি ও টফি
চেক প্রজাতন্ত্র-উত্তর মেসিডোনিয়া
রাত ১০টা, সনি টেন ২
নেদারল্যান্ডস-আইসল্যান্ড
রাত ১২.৪৫টা, সনি টেন ২
সমালোচনার মুখে অবশেষে জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার সরকারী খরচে ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিল করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার তাদের সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। সরকারী খরচে তাদের বিদেশ যাওয়ার সুফল জানতে চেয়ে ব্যাপক সমালোচনা হয় এ সিদ্ধান্তের।
বাংলাদেশ জাতীয় নারী দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে সফরে রয়েছে। সেখানে সরকারী খরচে দুই কর্মকর্তারও যাওয়ার কথা ছিলো। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গায় এ সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হওয়ায় শেষপর্যন্ত তা বাতিল করেছে মন্ত্রণালয়।
জানা গেছে, বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ডকুমেন্টশন অফিসার রুহুল আমিন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ জোবায়েদ ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা ছিলো। তাদের সফর ব্যয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) বহন করার শর্তে ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সেখানে অবস্থান করার কথা ছিল।
সফরকারী দলের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের বিদেশ সফর নতুন কিছু নয়। তবে গত এক দশকেরও বেশি সময় ক্রিকেট দলের সঙ্গে এনএসসি ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফর করতে পারেননি।
ফারুক আহমেদ এনএসসি কোটায় পরিচালক হয়ে বিসিবি সভাপতির চেয়ারে বসার পর থেকেই বিসিবির উপর প্রকৃত প্রভাব বাড়ছে জাতীয় ক্রীড়া পরিষদের। যা বিগত সময়ে করতে পারেনি।
রাজনৈতিক পালাবদলের পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরই প্যারা অলিম্পিকে বহরে থাকা কর্মকর্তাদের নাম বাতিল করেন। এবার তার দায়িত্বকালীন সময়েই আরেকটি সফর আদেশ ইস্যু হওয়ার পর বাতিল হলো।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সেন্ট কিটসে ১৯, ২১ এবং ২৪ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল । একই ভেন্যুতে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে জ্যোতিরা।
টেনিস কোর্টেই র্যাকেট ভাঙ্গার ঘটনা নতুন কিছু নয়। খেলোয়ারদের রাগে-ক্ষোভে হরহামেশাই এটা করতে দেখা যায়। তবে আজ রাগটা একটু বেশি দেখালেন দানিল মেদভেদেভ। অস্ট্রেলিয়ান ওপেনে রড লেভার অ্যারেনায় রুশ তারকা নিজের র্যাকেট তো ভেঙেছেনই, চুরমার করেছেন নেটে লাগানো ক্যামেরাও।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ঘটনা এটা। পঞ্চম বাছাই মেদেভেদেভ তখন বিশ্বের ৪১৮ নম্বর খেলোয়াড় কাসিদিত সামরেজের চেয়ে ৪০-১৫ পয়েন্টে পিছিয়ে। সামরেজের একটি শট নেটে লেগে গতিপথ পাল্টালে ভারসাম্য হারিয়ে ফেলেন মেদভেদেভ। সেই শট যে কোনো ভাবে ফেরালেও সামরেজের ফিরতি শটে পরাস্ত হন মেদভেদেভ। এরপরই নেটের কাছে গিয়ে সর্বোচ্চ শক্তিতে র্যাকেট দিয়ে ক্যামেরার দিকে পাঁচবার আঘাত করেন মেদভেদেভ। এতে তার র্যাকেট তো ভাঙেই, ক্যামেরাটাও ভেঙে যায়। এরপর কিছুক্ষণ ম্যাচে বিরতি দেওয়া হয় যাতে নেট পুনরায় খেলার উপযোগী করা যায়।
মেদভেদেভ গত নভেম্বরের পর এবারই প্রথম মাঠে নামলেন। ম্যাচশেষে মেদভেদেভ বলেন, ‘২য় এবং ৩য় সেটে আমি বলই লাগাতে পারছিলাম না ভালো করে। জানিনা কি হয়েছিল আমার। আমি বুঝতে পারছিলাম না কি করবো। আমি তার খেলা আগেও দেখেছি কিন্তু এত ভালো খেলতে কখনো দেখিনি।’
ম্যাচটা অবশ্য মেদভেদেভ জিতে নেন ৬-২, ৪-৬, ৩-৬, ৬-১, ৬-২ গেমে। এর আগে তিনবার অস্ট্রেলিয়া ওপেনের ফাইনাল খেলেছেন তিনি।
দেশের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ নেয় বিসিবি। তবে গঠনতন্ত্র সংস্কারের খসড়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা কেন্দ্রীক ক্লাবগুলোর সংগঠন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে একটি হোটেলে মতবিনিময় সভার আয়োজন করে সিসিডিএম। যেখানে সংবাদ মাধ্যমে পাওয়া গঠনতন্ত্র সংস্কারের খসড়া নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় সংগঠনটি এই খসড়া বাতিলে বিসিবিকে ৩ দিনের আল্টিমেটাম দেয়।
দেশে বিগত সরকারের আমলে যেসব প্রতিষ্ঠানে রাজনীতিকায়ন হয়েছে তার মধ্যে অন্যতম বিসিবি। তাই ক্ষমতার পালাবদলের পর নতুন বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই বিসিবির গঠনতন্ত্র সংশোধনের উপর জোর দেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
সেই লক্ষ্যে গঠিত হয় পাঁচ সদস্যের সংস্কার কমিটি। সেই কমিটির আহ্বায়ক বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব সাইফুল ইসলাম, বিসিবির লিগ্যাল অ্যাডভাইজর মো. কামরুজ্জামান, ব্যারিস্টার শেখ মাহদি এবং এ কে এম আজাদ হোসেন এই কমিটির সদস্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান গঠনতন্ত্রে বলা আছে- পরিচালক সংখ্যা হবে ২৫জন। যেখানে ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন, জেলা-বিভাগীয় পর্যায় থেকে ১০, সাবেক ক্রিকেটারদের থেকে ১ ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন নিয়ে গঠিত হবে পরিচালনা পর্ষদ। গঠনতন্ত্র সংশোধন কমিটি প্রাথমিক খসড়ায় প্রস্তাব দিয়েছে ঢাকার ক্লাবগুলোর মধ্যে পরিচালক সংখ্যা ১২ থেকে চার এবং কাউন্সিলর সংখ্যা ৭৬ থেকে কমিয়ে মাত্র ৩০ (প্রিমিয়ার ১২, প্রথম বিভাগ ৮, দ্বিতীয় বিভাগ ৬ ও তৃতীয় বিভাগ ৪) করার।
বিসিবির এ সিদ্ধান্তের বিরোধিতা করছেন সিসিডিএমের দায়িত্বপ্রাপ্তরা। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বাবু বলেন, ‘গঠনতন্ত্র সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ক্রিকেটকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আমরা ঢাকার সকল ক্লাবের পক্ষ থেকে বিসিবিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলাম। এই সময়ের মধ্যে তারা যদি এই সংশোধনের প্রক্রিয়া নিয়ে কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা শনিবার বোর্ড সভাপতির সঙ্গে বসব। সেখানেও কোনো সমাধান না হলে ঢাকার ক্লাবগুলো খেলায় অংশগ্রহণ থেকে বিরত থাকব।’
বিসিবির সাবেক পরিচালক জিএস হাসান তামিম গঠনতন্ত্র সংশোধন প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘সিসিডিএমের পালস হয়তো তারা বুঝেনি। হেলাফেলাভাবে দেখা উচিত হয়নি। এটা না করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সংস্কার কমিটির খসড়া প্রস্তাবে ক্লাব ক্রিকেটের সংশ্লিষ্টতা কমলেও বাড়ছে ডিভিশন ও ডিসট্রিক্ট অ্যাসোসিয়েশনের প্রভাব। আগে ১০ জন পরিচালক আসতে পারতেন বিভাগ ও জেলা থেকে। সেটি তিনজন বাড়িয়ে ১৩ করার প্রস্তাব আনা হচ্ছে। প্রস্তাবিত গঠনতন্ত্রে ঢাকা বিভাগ থেকে একজন বাড়িয়ে তিনজন করা হচ্ছে।
সব মিলিয়ে ২৫ জন পরিচালক থেকে কমিয়ে আনা হচ্ছে ২১-এ। তাতে দেখা যাচ্ছে- বিভাগ, জেলা, জাতীয় ক্রীড়া পরিষদ ও ইন্সটিটিউশনের ১৭ জন পরিচালকই হবেন সংশ্লিষ্ট সরকারের আস্থাভাজন কেউ। এটি বাস্তবায়িত হলে বোর্ডে ক্রিকেট-সংশ্লিষ্ট ক্লাবের কর্তৃত্ব কমলেও সরকারের প্রভাব বাড়বে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিসিডিএমের আওতাধীন ৭৬টি ক্লাবের মধ্যে ৬৭টি ক্লাবের প্রতিনিধি। এই সভায় রফিকুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে গঠন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স এসোসিয়েশন গঠিত হয়েছে।
বর্ডার-গাভাস্কার ট্রফির পর অবসরের গুঞ্জন ওঠে ভারতীয় জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার। তবে গুঞ্জনে পানি ঢেলে মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে ফিরছেন রোহিত। আজ মঙ্গলবার মুম্বাইয়ের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে রোহিত যেনো বলতে চাইলেন, এখনই থামছেন না তিনি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের প্রধান কোচ ওমকার সালভির অধীনে সতীর্থদের সাথে দুঘন্টার সেন্টার উইকেট সেশন করলেন বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে নিষ্প্রভ থাকা রোহিত। তিন টেস্টে তুলেন মাত্র ৩১ রান। নিজের ফর্ম ফেরানোর জন্যই রঞ্জিতে মনোযোগ দিয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জাতীয় দলে খেলা ও ইনজুরিতে থাকা ছাড়া বাকি সকল খেলোয়াড়দের জন্য ঘরোয়া লিগগুলোতে খেলার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি দিয়েছিল। যেখানে ফর্ম হারানো খেলোয়াড়দেরকে বিশেষভাবে বলা হয়।
একাধিক সূত্র জানিয়েছে, রোহিতও নিজের ফর্ম ফেরাতে মুম্বাই শিবিরে যোগ দিয়েছে। রঞ্জিতে নিজেদের ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেনি মুম্বাই। তবে রোহিত দলে ফেরায় জম্মু ও কাশ্মিরের বিপক্ষে ম্যাচে থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে। রঞ্জির জন্য আগামী সপ্তাহে দল ঘোষণা করতে পারে দলটি।
আগামী ২৪ জানুয়ারি বন্দ্রে কোর্লা কমপ্লেক্সে জম্মু-কাশ্মিরের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই, যেখানে রোহিতের দলে থাকাটা অনেকটাই নিশ্চিত।