টিভিতে যা দেখবেন আজ
ফ্রেঞ্চ ওপেন
১ম রাউন্ড
বেলা ৩টা, সনি স্পোর্টস ২ ও ৫
কাবাডি
বঙ্গবন্ধু কাপ
বিকেল ৪টা, টি স্পোর্টস
৩য় টি-টোয়েন্টি
ইংল্যান্ড-পাকিস্তান
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ৫
১ম রাউন্ড
বেলা ৩টা, সনি স্পোর্টস ২ ও ৫
বঙ্গবন্ধু কাপ
বিকেল ৪টা, টি স্পোর্টস
ইংল্যান্ড-পাকিস্তান
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্কের যেন শেষই হচ্ছে না। দেশের রাজনৈতিক পালা-বদলের পর এবার নতুন কিছুরই প্রতিশ্রুতি ছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হতে দেখা যাচ্ছে না! বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্রাঞ্চাইজিগুলো ফের বিতর্কের জন্ম দিল।
বিপিএল একদিন পরই শুরু চট্টগ্রাম পর্ব। তার আগে আজ বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। কিন্তু দলটির পক্ষ থেকে গণমাধ্যমে জানােনো হয় তাদের সেই অনুশীলন বাতিল হয়ে গেছে। সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল। কিন্তু সকাল পৌনে দশটার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল।
কেন বাতিল এটা খোঁজ নিতেই গিয়েই জানা গেল-পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন রাজশাহীর ক্রিকেটাররা। জানা গেছে-ক্রিকেটারদের দাবির পর দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেন স্থানীয় ক্রিকেটারদের। কিন্তু সেই চেক বাউন্স হওয়ায় ক্রিকেটাররা এবার অনুশীলনে না নেমে প্রতিবাদ জানালেন।
নাম প্রকাশ না করার শর্তে দলটির এক ক্রিকেটার জানান- বিপিএলের দুই পর্ব শেষ হয়ে গেলেও এখনো কোনো টাকা পাননি দলটির খেলোয়াড়রা। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিলেন তারা। এমন কী দলের বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক পাননি বলে সূত্রটি নিশ্চিত করেছে।
যদিও এমন অভিযোগের পর রাজশাহীর টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে অনুশীলন বাতিল হওয়ার কারণ হিসেবে বিশ্রামের কথা বলা হয়েছে। অবশ্য এর আগেই বিসিবির কাছেও পারিশ্রমিকের প্রসঙ্গটা তুলেছিলেন গণমাধ্যম কর্মীরা। তখন বিসিবি থেকে বারবার আশ্বাস দেওয়া হয় বিষয়টির মীমাংসা করবেন তারা।
চলতি বিপিএলে রাজশাহী ৬ ম্যাচে মাত্র দুটিতে জয় তুলে নিয়েছে।
তাকে আলাদা করেই চেনা যায়। যদিও সেটা তার খেলার কারণে নয়, তার অবয়বটাই আলাদা একটা পরিচয় এনে দিয়েছে। উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। ওজন ১৪০ কেজি। সেই ক্যারিবিয়ান ক্রিকেটার রাহকিম কর্নওয়াল দলে নিয়ে চমক দেখিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। সিলেটের হয়ে ম্যাচও খেলেছেনও এবার। কিন্তু হঠাৎ করেই শেষ তার বিপিএল অধ্যায়!
চলতি বিপিএলে আর খেলা হচ্ছে না কর্নওয়ালের। চোটের কারণে ফিরে গেলেন তিনি। অবশ্য সমস্যা নিয়ে এবার পথচলা শুরু হয়েছিল তার। ফ্লু অসুস্থতার কারণে প্রথম ম্যাচে ছিলেন না। দ্বিতীয় ম্যাচেও একাদশে দেখা যায়নি। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে তুলেন ১৮ রান, নেন ১ উইকেট।
সিলেট পর্ব শেষ হতেই তার চোটের ব্যাপারটি আসে সামনে। সিলেট স্ট্রাইকার্স নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে জানাল, ‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ - চোটের কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল। মাঠে ও মাঠের বাইরের অবিস্মরণীয় মুহুর্তগুলোর জন্য ধন্যবাদ রাহকিম। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি দ্রুতই মাঠে ফিরবে। বিদায়, বাংলাদেশ মিস করবে তোমাকে।’
উইন্ডিজের ক্রিকেটার রাহকিম কর্নওয়াল নিজেও মন খারাপ করে গুডবাই জানান। বলেন ‘ফের দেখা হবে।’
সিলেট স্ট্রাইকার্স চলতি বিপিএলে ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র ২টিতে। পয়েন্ট তালিকার ৫ম স্থানে থেকে চাপে আছে দলটি।
ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে গোটা বিশ্বের মতো ভারতীয় উপমহাদেশেও সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি। চার-ছক্কার উন্মাদনায় দর্শকরা কতটা মেতে উঠেন তা ২০ ওভারের ম্যাচে টের পাওয়া যায়। ভারতীয় পেসার মোহাম্মদ শামি লম্বা বিরতি শেষে টি-টোয়েন্টি দিয়েই ফিরছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে দেখা যাবে তাকে।
আগামী ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে ৪৩১ দিন পরে ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন শামি। আর ২২ গজে শামির প্রত্যাবর্তনের ম্যাচটির টিকেট কবে থেকে পাওয়া যাবে তা প্রকাশ করেছে ইডেন কতৃপক্ষ। যেখানে সর্বনিম্ব ৮০০ রুপি থেকে সবোর্চ্চ ২৫০০ রুপিতে মিলবে টিকেট। শামি ফিরবেন তাই টিকটি নিয়েও সবার তুমুল আগ্রহ!
এই মাঠে সর্বশেষ ২০২২ ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল ভারত। তার প্রায় দু'বছর পর ইডেনে ফিরছে টি-টোয়েন্টি ম্যাচ। সূর্যকুমারদের নেতৃত্বে ভারতীয় দল কলকাতায় পা রাখলে যে উন্মাদনা চরমে উঠবে, সেটা আগেই অনুমেয়।
২০২৩ সালে বিশ্বকাপে ভারতের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন শামি। দীর্ঘ চোট সারিয়ে মাঠে ফিরেছেন গত বছর। বাংলার হয়ে রঞ্জি ট্রফি ও বিজয় হাজারে ট্রফির একাধিক ম্যাচে নিজেতে ছাড়িয়ে গেলেও সদ্য সমাপ্ত বর্ডার-গাভাস্কার ট্রফির দলে সুযোগ পাননি তিনি।
অবশ্য তখন বিসিসিআই বলেছিলো শামিকে নিয়ে তারা কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে চান না, তাকে সময় দিতে চান। তখন অনেকটা অনুমেয় ছিলো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলানোর কথা ভাবছে বোর্ড। তবে সেখানে জায়গা পাওয়ার বিষয়ে শামির অগ্নিপরীক্ষা হতে পারে ইডেনে। এখানে ভালো করতে পারলে সহজেই এন্ট্রি পাস মিলবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য।
আজ বুধবার, টেলিভিশনের পর্দায় থাকছে ফুটবল রোমাঞ্চ। মাঠে নামবে আর্সেনাল ছাড়াও একাধিক ক্লাব।
মেয়েদের ৩য় ওয়ানডে
ভারত–আয়ারল্যান্ড
সকাল ১১–৩০ মি., স্পোর্টস ১৮–১ ও টি স্পোর্টস
বিগ ব্যাশ লিগ
অ্যাডিলেড স্ট্রাইকার্স–সিডনি সিক্সার্স
দুপুর ২–৩০ মি., স্টার স্পোর্টস ২
এসএ২০
পার্ল রয়্যালস–এমআই কেপটাউন
রাত ৯–৩০ মি.,স্টার স্পোর্টস ২
জার্মান বুন্দেসলিগা
বোখুম–পাওলি
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
স্টুটগার্ট–লাইপজিগ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ১
বায়ার্ন মিউনিখ–হফেনহাইম
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
ইংলিশ প্রিমিয়ার লিগ
এভারটন–অ্যাস্টন ভিলা
রাত ১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২
আর্সেনাল–টটেনহাম
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
অস্ট্রেলিয়ান ওপেন
২য় রাউন্ড
সকাল ৬টা, সনি স্পোর্টস টেন ২ ও ৫