টিভিতে যা দেখবেন আজ
আইপিএল: কোয়ালিফায়ার ১
কলকাতা-হায়দরাবাদ
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি
১ম টি-টোয়েন্টি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
রাত ৯টা, নাগরিক টিভি
কলকাতা-হায়দরাবাদ
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
রাত ৯টা, নাগরিক টিভি
তাকে আলাদা করেই চেনা যায়। যদিও সেটা তার খেলার কারণে নয়, তার অবয়বটাই আলাদা একটা পরিচয় এনে দিয়েছে। উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। ওজন ১৪০ কেজি। সেই ক্যারিবিয়ান ক্রিকেটার রাহকিম কর্নওয়াল দলে নিয়ে চমক দেখিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। সিলেটের হয়ে ম্যাচও খেলেছেনও এবার। কিন্তু হঠাৎ করেই শেষ তার বিপিএল অধ্যায়!
চলতি বিপিএলে আর খেলা হচ্ছে না কর্নওয়ালের। চোটের কারণে ফিরে গেলেন তিনি। অবশ্য সমস্যা নিয়ে এবার পথচলা শুরু হয়েছিল তার। ফ্লু অসুস্থতার কারণে প্রথম ম্যাচে ছিলেন না। দ্বিতীয় ম্যাচেও একাদশে দেখা যায়নি। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে তুলেন ১৮ রান, নেন ১ উইকেট।
সিলেট পর্ব শেষ হতেই তার চোটের ব্যাপারটি আসে সামনে। সিলেট স্ট্রাইকার্স নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে জানাল, ‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ - চোটের কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল। মাঠে ও মাঠের বাইরের অবিস্মরণীয় মুহুর্তগুলোর জন্য ধন্যবাদ রাহকিম। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি দ্রুতই মাঠে ফিরবে। বিদায়, বাংলাদেশ মিস করবে তোমাকে।’
উইন্ডিজের ক্রিকেটার রাহকিম কর্নওয়াল নিজেও মন খারাপ করে গুডবাই জানান। বলেন ‘ফের দেখা হবে।’
সিলেট স্ট্রাইকার্স চলতি বিপিএলে ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র ২টিতে। পয়েন্ট তালিকার ৫ম স্থানে থেকে চাপে আছে দলটি।
ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে গোটা বিশ্বের মতো ভারতীয় উপমহাদেশেও সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি। চার-ছক্কার উন্মাদনায় দর্শকরা কতটা মেতে উঠেন তা ২০ ওভারের ম্যাচে টের পাওয়া যায়। ভারতীয় পেসার মোহাম্মদ শামি লম্বা বিরতি শেষে টি-টোয়েন্টি দিয়েই ফিরছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে দেখা যাবে তাকে।
আগামী ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে ৪৩১ দিন পরে ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন শামি। আর ২২ গজে শামির প্রত্যাবর্তনের ম্যাচটির টিকেট কবে থেকে পাওয়া যাবে তা প্রকাশ করেছে ইডেন কতৃপক্ষ। যেখানে সর্বনিম্ব ৮০০ রুপি থেকে সবোর্চ্চ ২৫০০ রুপিতে মিলবে টিকেট। শামি ফিরবেন তাই টিকটি নিয়েও সবার তুমুল আগ্রহ!
এই মাঠে সর্বশেষ ২০২২ ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল ভারত। তার প্রায় দু'বছর পর ইডেনে ফিরছে টি-টোয়েন্টি ম্যাচ। সূর্যকুমারদের নেতৃত্বে ভারতীয় দল কলকাতায় পা রাখলে যে উন্মাদনা চরমে উঠবে, সেটা আগেই অনুমেয়।
২০২৩ সালে বিশ্বকাপে ভারতের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন শামি। দীর্ঘ চোট সারিয়ে মাঠে ফিরেছেন গত বছর। বাংলার হয়ে রঞ্জি ট্রফি ও বিজয় হাজারে ট্রফির একাধিক ম্যাচে নিজেতে ছাড়িয়ে গেলেও সদ্য সমাপ্ত বর্ডার-গাভাস্কার ট্রফির দলে সুযোগ পাননি তিনি।
অবশ্য তখন বিসিসিআই বলেছিলো শামিকে নিয়ে তারা কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে চান না, তাকে সময় দিতে চান। তখন অনেকটা অনুমেয় ছিলো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলানোর কথা ভাবছে বোর্ড। তবে সেখানে জায়গা পাওয়ার বিষয়ে শামির অগ্নিপরীক্ষা হতে পারে ইডেনে। এখানে ভালো করতে পারলে সহজেই এন্ট্রি পাস মিলবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য।
আজ বুধবার, টেলিভিশনের পর্দায় থাকছে ফুটবল রোমাঞ্চ। মাঠে নামবে আর্সেনাল ছাড়াও একাধিক ক্লাব।
মেয়েদের ৩য় ওয়ানডে
ভারত–আয়ারল্যান্ড
সকাল ১১–৩০ মি., স্পোর্টস ১৮–১ ও টি স্পোর্টস
বিগ ব্যাশ লিগ
অ্যাডিলেড স্ট্রাইকার্স–সিডনি সিক্সার্স
দুপুর ২–৩০ মি., স্টার স্পোর্টস ২
এসএ২০
পার্ল রয়্যালস–এমআই কেপটাউন
রাত ৯–৩০ মি.,স্টার স্পোর্টস ২
জার্মান বুন্দেসলিগা
বোখুম–পাওলি
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
স্টুটগার্ট–লাইপজিগ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ১
বায়ার্ন মিউনিখ–হফেনহাইম
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
ইংলিশ প্রিমিয়ার লিগ
এভারটন–অ্যাস্টন ভিলা
রাত ১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২
আর্সেনাল–টটেনহাম
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
অস্ট্রেলিয়ান ওপেন
২য় রাউন্ড
সকাল ৬টা, সনি স্পোর্টস টেন ২ ও ৫
সমালোচনার মুখে অবশেষে জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার সরকারী খরচে ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিল করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার তাদের সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। সরকারী খরচে তাদের বিদেশ যাওয়ার সুফল জানতে চেয়ে ব্যাপক সমালোচনা হয় এ সিদ্ধান্তের।
বাংলাদেশ জাতীয় নারী দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে সফরে রয়েছে। সেখানে সরকারী খরচে দুই কর্মকর্তারও যাওয়ার কথা ছিলো। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গায় এ সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হওয়ায় শেষপর্যন্ত তা বাতিল করেছে মন্ত্রণালয়।
জানা গেছে, বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ডকুমেন্টশন অফিসার রুহুল আমিন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ জোবায়েদ ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা ছিলো। তাদের সফর ব্যয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) বহন করার শর্তে ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সেখানে অবস্থান করার কথা ছিল।
সফরকারী দলের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের বিদেশ সফর নতুন কিছু নয়। তবে গত এক দশকেরও বেশি সময় ক্রিকেট দলের সঙ্গে এনএসসি ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফর করতে পারেননি।
ফারুক আহমেদ এনএসসি কোটায় পরিচালক হয়ে বিসিবি সভাপতির চেয়ারে বসার পর থেকেই বিসিবির উপর প্রকৃত প্রভাব বাড়ছে জাতীয় ক্রীড়া পরিষদের। যা বিগত সময়ে করতে পারেনি।
রাজনৈতিক পালাবদলের পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরই প্যারা অলিম্পিকে বহরে থাকা কর্মকর্তাদের নাম বাতিল করেন। এবার তার দায়িত্বকালীন সময়েই আরেকটি সফর আদেশ ইস্যু হওয়ার পর বাতিল হলো।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সেন্ট কিটসে ১৯, ২১ এবং ২৪ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল । একই ভেন্যুতে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে জ্যোতিরা।