স্কুল ক্রিকেটের মেট্রো পর্বের চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো স্কুল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ঢাকা মেট্রো পর্বের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ।

মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ডের ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। আগে ব্যাট করতে নেমে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রারম্ভিক জুটিকে হিসেবী বোলিং করে রানের চাকা আটকে দিয়ে চাপে রাখে। 

বিজ্ঞাপন

পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ১৯.৫ ওভারে মাত্র ১১২ রানে গুটিয়ে দেয় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করে রেজওয়ানুল।১১৩ রানের টার্গেটের জবাবে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের ব্যাটারদের কেউ বড় ইনিংস খেলতে পারেনি। 

তবে বোলিংয়ে ৩ উইকেট শিকার করা সিফাত ব্যাটিংয়েও চাপের মুখে ১৩ বলে ২০ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যায়।

২০ মে থেকে শুরু হবে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের চূড়ান্ত শিরোপা লড়াই। ৭ বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পাশাপাশি ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো হাই স্কুল ও রানার্স আপ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ অংশ নিবে জাতীয় চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে।