টিভিতে যা দেখবেন আজ
আইপিএল
গুজরাট-কলকাতা
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি
ইংলিশ প্রিমিয়ার লিগ
অ্যাস্টন ভিলা-লিভারপুল
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
বার্সেলোনা-সোসিয়েদাদ
রাত ১টা, র্যাবিটহোল
গুজরাট-কলকাতা
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি
অ্যাস্টন ভিলা-লিভারপুল
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বার্সেলোনা-সোসিয়েদাদ
রাত ১টা, র্যাবিটহোল
কোভিডকালীন সময়ের আতঙ্ক ভুলে রেকর্ড স্পর্শ করার দিকে এগিয়ে যাচ্ছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়া ওপেনে আজ বুধবার পর্তুগিজ টেনিস তারকা জাইমি ফারিয়াকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জোকোভিচ।
অস্ট্রেলিয়ান ওপেনের সঙ্গে জড়িয়ে থাকা ট্রমার স্মৃতি নিয়েই এবারের আসরে অংশ নিতে এসেছেন সার্বিয়ান এই তারকা। তবে দক্ষতা দিয়ে সব শঙ্কা পেছনে ফেলে দাপটে এগিয়ে যাচ্ছেন জোকোভিচ। করোনাভাইরাসের টিকা নিয়ে নাটকীয়তায় পেছনে ফেলে তৃতয়ি রাউন্ডে পা রাখলেন তিনি।
বৃষ্টির কারণে রড লেভার অ্যারেনার ছাদের নিচে খেলতে হয়েছে জোকোভিচদের। যেখানে চারটি সেট খেলার পর তিনি পর্তুগীজ কোয়ালিফায়ার জাইমে ফারিয়াকে হারান ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে।
এ ম্যাচ দিয়ে গ্র্যান্ড স্ল্যামে ৪৩০তম একক ম্যাচ পূর্ণ করেন জকোভিচ। যা তাকে ওপেনে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়া রজার ফেদেরার (৪২৯) এবং সেরেনা উইলিয়ামসকে (৪২৩) ছাড়িয়ে নিয়ে গেল অনন্য এক উচ্চতায়।
ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত জোকোভিচ বলেন, ‘আমি জিতি বা হারি, আমি সবসময় আমার হৃদয় মাঠে রেখে যাব। আমি খুশি যে আরও একটি রেকর্ড তৈরি করতে পেরেছি।’
মেলবোর্নে বৃষ্টিঝরা দিনে আরও জয় তুলে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন অ্যারিনা সাবালেঙ্কা, দুইবারের মেলবোর্ন বিজয়ী নাওমি ওসাকা এবং কার্লোস আলকারাজও।
এদিকে এবারের ওপেনে গত আসরের নারী ফাইনালিস্ট জেং কুইনেন সুবিধা করতে পারেননি। নক আউট পর্বে বাদ পড়েন তিনি।
অবশেষে সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রীর দেখানো পথেই হাটছে টিম ইন্ডিয়া। ফর্ম হারানো ক্রিকেটারদের আসন্ন রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বে খেলতে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোহিত শর্মার পরে সেই তালিকায় উঠে এলো আরো তিন ভারতীয় তারকা খেলোয়াড়ের নাম।
রঞ্জিতে ২৩ জানুয়ারি রাজকোটে সৌরাষ্ট্রর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সম্ভাব্য ৪১ সদস্যের দল ঘোষণা করেছে দিল্লি। যেখানে ঋষভ পন্তের পাশাপাশি রাখা হয়েছে বিরাট কোহলি ও হারশিত রানা। যদিও পন্ত যে দিল্লির হয়ে মাঠে নামবেন সেটা নিশ্চিত হওয়া গেছে। তবে বিরাটের পক্ষ থেকে এখনো কোনো বার্তা পায়নি দিল্লি ম্যানেজম্যান্ট।
সর্বশেষ ২০১৭-২০১৮ মৌসুমে রঞ্জি ট্রফিতে মাঠে নেমেছিলেন পন্ত। এরপর সময় গড়ালেও তাকে আর দেখা যায়নি ঘরোয়া এই আয়োজনে। পন্তর দলে থাকা নিয়ে গণমাধ্যম পিটিআইকে দিল্লির বিভাগীয় ক্রিকেট অসোসিয়েশনের (ডিডিসিএ) সাধারণ সম্পাদক অশোক শর্মা বলেছেন, ‘হ্যাঁ, পন্ত রঞ্জিতে পরবর্তী ম্যাচে তার উপস্থিতি নিশ্চিত করেছেন এবং তিনি সরাসরি রাজকোটে দলের সঙ্গে যোগ দেবেন।’
কোহলিকে নিয়ে তিনি বলেন, ‘বিশ্বসেরা কোহলিকে আমরা দলে চাই, তবে তার কাছ থেকে কোনো খবর পাইনি, আর হার্ষিত রানা ইংল্যান্ড সিরিজের জন্য টি-টোয়েন্টি দলে নির্বাচিত হওয়ায় সে থাকতে পারবে না।’
বর্ডার-গাভাস্কার ট্রফিতে বাজে পারফর্মেন্সের পর আগেভাগেই নিজ দল মুম্বাইয়ের অনুশীলন সেশনে যোগ দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।
কোহলি, পন্ত ও হারশিত ছাড়াও বাকি দুটি ম্যাচের জন্য ৩৮ জন সম্ভাব্য খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে দিল্লি। যদিও তাদের চূড়ান্ত দলে অন্তর্ভুক্তি খেলোয়াড়দের প্রাপ্যতার ওপর নির্ভর করে। রঞ্জিতে গ্রুপ ডি-তে দিল্লি পাঁচটি ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
৭০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন দেশের বডিবিল্ডিং অঙ্গনের পরিচিত মুখ ও সাবেক মিস্টার বাংলাদেশ খ্যাত নজরুল ইসলাম। আজ বুধবার রাজধানীর আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাবেক কোষাধাক্ষ জহির উদ্দিন চৌধুরী। আরমানিটোলা বড় মসজিদে জানাযার নামাজ শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
লম্বা সময় ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন তিনি, পরে হাসপাতালে ভর্তি করা হলে আর ফিরতে পারেন নি বডিবিল্ডিংয়ে জাতীয় পর্যায়ে স্বর্ণ জেতা এ বডিবিল্ডার।
এক যুগেরও বেশি সময় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন নজরুল ইসলাম। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন ও প্রাণিবিদ্যা বিভাগে। খেলোয়াড়ী জীবনে বডিবিল্ডিংয়ের পাশাপাশি কুস্তি ও জুডোও চর্চা করেছেন বহুদিন। জাতীয় বডিবিল্ডিং প্রতিযোগিতায় সোনা জেতা এ ক্রীড়াবিদ মিস্টার বাংলাদেশ খেতাবও পেয়েছিলেন।
এছাড়াও তিনি বাংলাদেশের একমাত্র বডিবিল্ডিং বিচারক যার আন্তর্জাতিক শরীর গঠন প্রতিযোগিতায় বিচারক হওয়ার অভিজ্ঞতা রয়েছে।
নজরুল ইসলামের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছে, বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন, বাংলাদেশ শরীরগঠন জাজেস অ্যাসোসিয়েশনসহ একাধিক ক্রীড়া সংগঠন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্কের যেন শেষই হচ্ছে না। দেশের রাজনৈতিক পালা-বদলের পর এবার নতুন কিছুরই প্রতিশ্রুতি ছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হতে দেখা যাচ্ছে না! বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্রাঞ্চাইজিগুলো ফের বিতর্কের জন্ম দিল।
বিপিএল একদিন পরই শুরু চট্টগ্রাম পর্ব। তার আগে আজ বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। কিন্তু দলটির পক্ষ থেকে গণমাধ্যমে জানােনো হয় তাদের সেই অনুশীলন বাতিল হয়ে গেছে। সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল। কিন্তু সকাল পৌনে দশটার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল।
কেন বাতিল এটা খোঁজ নিতেই গিয়েই জানা গেল-পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন রাজশাহীর ক্রিকেটাররা। জানা গেছে-ক্রিকেটারদের দাবির পর দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেন স্থানীয় ক্রিকেটারদের। কিন্তু সেই চেক বাউন্স হওয়ায় ক্রিকেটাররা এবার অনুশীলনে না নেমে প্রতিবাদ জানালেন।
নাম প্রকাশ না করার শর্তে দলটির এক ক্রিকেটার জানান- বিপিএলের দুই পর্ব শেষ হয়ে গেলেও এখনো কোনো টাকা পাননি দলটির খেলোয়াড়রা। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিলেন তারা। এমন কী দলের বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক পাননি বলে সূত্রটি নিশ্চিত করেছে।
যদিও এমন অভিযোগের পর রাজশাহীর টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে অনুশীলন বাতিল হওয়ার কারণ হিসেবে বিশ্রামের কথা বলা হয়েছে। অবশ্য এর আগেই বিসিবির কাছেও পারিশ্রমিকের প্রসঙ্গটা তুলেছিলেন গণমাধ্যম কর্মীরা। তখন বিসিবি থেকে বারবার আশ্বাস দেওয়া হয় বিষয়টির মীমাংসা করবেন তারা।
চলতি বিপিএলে রাজশাহী ৬ ম্যাচে মাত্র দুটিতে জয় তুলে নিয়েছে।