জয়ের লক্ষ্যেই মাঠে নামছে শান্তরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে জিম্বাবুয়ে। চট্টগ্রামে প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। আজ একই মাঠে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও সফরকারী জিম্বাবুয়েকে ছোট করে দেখছে না বাংলাদেশ। কারণ জিম্বাবুয়েরও আছে একের অধিক অভিজ্ঞ ক্রিকেটার, যারা এর আগেও টাইগারদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং ম্যাচ জেতার নজিরও তাদের আছে। তবে প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়ার পর বেশ আত্মবিশ্বাসী পুরো বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে নিজের নৈপুণ্য দেখিয়েছেন টাইগার পেসার সাইফউদ্দিন। এছাড়া তাসকিন আহমেদও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে ছিলেন দারুণ। ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম। শেষ ম্যাচে তার ৪৭ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসের মাধ্যমেই সহজভাবে জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও নিজেদের জয়ের ধারা এবং পারফরম্যান্স ধরে রাখতেই মাঠে নামবে বাংলাদেশ। সম্ভবত অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।