ভারত টার্গেট করতে পারে, এই আশঙ্কায় নেই আম্পায়ার তানভীর

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত বছরই বাংলাদেশ সফর করে গেছে ভারতের নারী ক্রিকেট দল। সেই সফর নিয়ে বেশ বিতর্কও হয়েছে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে আম্পায়ার তানভীর আহমেদের বিপক্ষে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর। এবার তাই আসন্ন ভারত সিরিজে তানভীরকে রাখছে না বিসিবি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ সফরে আসছে ভারত। সফরে ৫টি টি-টোয়েন্টি খেলবে ভারত। যা শুরু হবে আগামী ২৮ এপ্রিল। আর সেই সিরিজে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি তানভীর।

বিজ্ঞাপন

আর তাকে যে ইচ্ছে করেই রাখা হয়নি ভারত সিরিজে তা ক্রিকবাজকে জানিয়েছে বিসিবির এক কর্মকর্তা। বলেন, ‘তাকে ভারতের মেয়েরা টার্গেট করতে পারে এমন ভাবনা থেকেই ভারত সিরিজে রাখা হয়নি তাকে। আমরা এটি চাই না গত সিরিজের মতোও এই সিরিজেও এমন কিছু হোক। আর সেই ভাবনা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ-ভারত নারী দলের টি-টোয়েন্টি সিরিজে তাকে অন্তর্ভুক্ত না করার।’

বিসিবির আম্পায়ার’স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু অবশ্য বলছেন ভিন্ন কথা। তানভীরকে ভারত সিরিজে না রাখা নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, তানভীরকে ভারতের মহিলা দলের বিরুদ্ধে হোম সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ আমরা তাকে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে যুক্ত করতে চাই এবং আর দুটি সিরিজই কাছাকাছি সময়ের মধ্যে হবে।’