প্রথম পাওয়ার প্লেতে সাবলীল ব্যাটিং শান্ত-সৌম্যর 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথম ওভারে বোলিংয়ে মাদুশাঙ্কা, সেখানে শূন্য রানে আউট লিটন। আগের ম্যাচের স্মৃতি ফিরিয়ে ব্যাটিংয়ের শুরু বাংলাদেশের। তবে সিরিজ জেতার এই ম্যাচেও আরও একবার নিজের ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে চলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিকে আগের ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ওয়ানডেতে শুরু থেকেই বেশ বুঝেশুনে খেলছেন আরেক ওপেনার সৌম্য সরকার। 

৪শেষ খবর পাওয়ার পর্যন্ত ১০ ওভারে শেষে ১ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৬৪ রান। 

বিজ্ঞাপন

এদিকে টসে হেরে ব্যাট করতে নেমে ঠিক আগের ম্যাচে নিজেদের ইনিংসের প্রথম ওভারকে ফিরিয়ে আনলেন লিটন দাস। বোলিংয়ে দিলশান মাদুশাঙ্কা, বিপরীতে শূন্য রানে আউট লিটন। প্রথম ওয়ানডেতে প্রথম বলেই বোল্ড হওয়ার পর এই ম্যাচে ইনিংসের তৃতীয় বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরলেন এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার। 

পরের ওভারের প্রথম বলেই আরও একটি উইকেট হারাতে বসেছিল স্বাগতিকরা। তবে ফার্স্ট স্লিপে পাতুম নিশাঙ্কা ক্যাচ ছেড়ে দিলে সুযোগ পান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্ত। সেই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগালেন বাংলাদেশের এই অধিনায়ক। এরপরই চড়ে বসতে থাকেন লঙ্কান বোলারদের ওপর। অপরপ্রান্ত থেকে তকে সঙ্গ দিয়ে বেশ ভালোভাবেই এগোচ্ছেন সৌম্য। 

ম্যাচের এই অবস্থানে ৩৪ রানে অপরাজিত আছেন শান্ত, বিপরীতে ২৭ রানে ব্যাট করেছেন সৌম্য।