‘তদন্ত কমিটির রিপোর্টে অজানা কিছু নেই’

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ব্যর্থতার পর বেশ ঢাকঢোল পিটিয়ে তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। কোচ এবং দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে বসেছিল তদন্ত কমিটি। তখন থেকেই তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন নিয়ে অপেক্ষা বাড়ছিল। কিন্তু শেষমেশ জানা গেল, বহুল প্রতীক্ষিত সেই প্রতিবেদনে ‘অজানা কিছুই নেই।’

আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি এজিএম সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে নাজমুল হাসান পাপন বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্টে এমন কিছু নেই যা আমরা বা আপনারা (আগে থেকে) জানি না। এটা যে কাউকে জিজ্ঞেস করা হলে সে বলতে পারবে।’

বিজ্ঞাপন

বিশ্বকাপের ঠিক আগে তামিম-সাকিবের প্রকাশ্য দ্বন্দ্ব, ব্যাটিং অর্ডার বদলাতে বলায় তামিম ইকবালের বিশ্বকাপে না খেলতে চাওয়ার মতো বিষয়গুলোর দিকেই যে বিসিবি সভাপতির ইঙ্গিত, তা না বললেও চলে।

তবে তদন্ত কমিটির প্রতিবেদনে বিসিবির দুইজন পরিচালকের কিছু কড়া কথা উঠে এসেছে বলে যে খবর সংবাদমাধ্যমে চাউর হয়েছিল তা একবাক্যে উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি, ‘(তদন্ত প্রতিবেদনে) কোনো ডিরেক্টরের নাম তো দূরে থাক, এমন কোনো একটা লাইনও নাই, একটা শব্দও নাই।’

তদন্ত কমিটি প্রতিবেদনে বেশকিছু সুপারিশ করেছে জানিয়ে পাপন যোগ করেন, ‘তারা যেসব সুপারিশ দিয়েছে, সেগুলো অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে।’