হাওয়েল নৈপুণ্যে চ্যালেঞ্জিং সংগ্রহ সিলেটের 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৯ ওভারে ১ উইকেট ৬৫। রানের গতি কিছুটা কম হলেও সিলেট স্ট্রাইকার্সের এই অবস্থানকে মন্দের ভালো বলা গেছে। তবে সেখানে প্রথমবারের মতো ম্যাচ ঝুলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের দিকে। দশম ওভারে ভয়ঙ্কর হতে থাকা কেনার লুইসকে ফেরান মুশফিক হাসান। তবে পরের ওভারেই জোড়া আঘাত হানান লেগ স্পিনার রিশাদ হোসেন। এতে ৭৪ রানে পৌঁছাতেই ৪ উইকেট হারিয়ে বসে সিলেট। 

তবে সেখান থেকে ম্যাচে আবারও নিজেদের নিয়ন্ত্রণে নেয় সিলেট। যার মূলে, অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও বেনি হাওয়েলের ৭৭ রানের সময় উপযোগী জুটি। সেখানে মিঠুন ২৮ রানে আউট হলেও শেষ পর্যন্ত টিকে ৩১ বলে পুরো ২০০ স্ট্রাইক রেটে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন হাওয়েল। এতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের চ্যালেঞ্জিং এই সংগ্রহ দাঁড় করায় দলটি। 

বিজ্ঞাপন

এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। সেখানে শুরু থেকেই রানের দেখা পেলেও সুনীল নারাইনের বলে আউট হন জাকির হাসান (১৮)। তবে শুরুর সেই চাপ এগোনোর পথে ৭ রানের ব্যবধানে উইকেট হারান শান্ত (১২), লুইস (৩৩) ও রাব্বি (২)। তবে সেখানে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ায় সিলেট। মিঠুন-হাওয়েলের ৪২ বলে ৭৭ রানেই জুটিতেই মূলত এই সংগ্রহে পৌঁছায় তারা। 

এদিকে কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নেন নারাইন ও রিশাদ। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

সিলেট স্ট্রাইকার্স: ১৭৭/৫ (২০ ওভার) (হাওয়েল ৬২, লুইস ৩৩; নারাইন ২/১৬)