দুর্ঘটনার শিকার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস
বেশ বড় রকমের দুর্ঘটনায় পড়তে হতে পারত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের টিম বাসকে, যদিও অল্পের ওপর দিয়ে যাওয়ায় এবং বাসের মধ্যে কেউ না থাকায় এই যাত্রায় রক্ষা পেয়েছে সেটি।
সীতাকুন্ডে একটি লরির সঙ্গে ধাক্কা লেগেছে টিম বাসটির, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও বাসে সেই মুহূর্তে স্কোয়াডের কোনো ক্রিকেটার, টিম স্টাফ বা অন্য কোনো সদস্য ছিল না। শুধু ছিল ক্রিকেটারদের সরঞ্জামাদি। বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরুর আগে বাসে করে ক্রিকেটারদের সরঞ্জাম পাঠানো হয়েছিল।
আজ বিকেল ৪টার ফ্লাইটে ঢাকা ছাড়বেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা। ১৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে নামবে তারা।