মাত্র ২০০ টাকায় দেখা যাবে দুই ম্যাচ
সিলেট পর্ব শেষ হয়ে এবার বন্দরনগরী চট্টগ্রামের মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ। সাগরের পাড়ে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো।
সর্বনিম্ন ২০০ টাকায় দর্শকরা উপভোগ করতে পারবেন বিপিএলের দিনের দুইটি ম্যাচ। আজ (শনিবার) বিসিবি তাদের এক বিবৃতিতে চট্টগ্রাম পর্বের টিকেটের মূল্য জানিয়েছে।
সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২,৫০০ টাকা মূল্যের টিকেট পাওয়া যাবে এই ভেন্যুতে। গ্র্যান্ড স্ট্যান্ড, রুফটপ হসপিটালাটি বক্সের টিকিট ২,৫০০ টাকা। এছাড়াও ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১ হাজার ৫০০, ক্লাব হাউজ ৮০০, ইস্টার্ন স্ট্যান্ড ৪০০ ও ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।
বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে ম্যাচের টিকেট। এছাড়াও বিটাক মোড়ের পাশে সাগরিকা টিকিট সেন্টার ও এম এ আজিজ টিকিট কাউন্টারে পাওয়া যাবে আসন্ন ম্যাচগুলোর টিকেট।