ভারতের হারের পর দুঃসংবাদ পেলেন বুমরাহ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত রবিবার (২৮ জানুয়ারি) হায়দরাবাদে ইংল্যান্ডের বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের প্রথম ম্যাচে আইসিসি কোড অফ কন্ডাক্ট ভঙ্গের জন্য ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহকে তিরস্কৃত হতে হয়েছে।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮১তম ওভারে বুমরাহ তার ফলো থ্রু শেষ করার পরেও ইচ্ছাকৃতভাবে অলি পোপের পথের মাঝে পা বাড়ান যখন ব্যাটার রান নিতে যাচ্ছিলেন। যার ফলে তাদের মধ্যে শারীরিক সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

বুমরাহ আইসিসির খেলোয়াড় এবং খেলোয়াড় সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়েছে। যা যেকোনো খেলোয়াড়, খেলোয়াড়ের সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির (আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন দর্শকসহ) সাথে অনুপযুক্ত শারীরিক যোগাযোগ বা সংঘর্ষ হওয়ার সঙ্গে সম্পর্কিত।

এছাড়াও বুমরাহর শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। তিনি তার অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

লেভেল-১ লঙ্ঘনের ক্ষেত্রে, অফিসিয়াল তিরস্কারের ন্যূনতম শাস্তি হলো খেলোয়াড়ের ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া।