জয়ের জন্য পাকিস্তানকে ১৩৭ লক্ষ্য দিল মেয়েরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ টুর্নামেন্টের শুরুটা দাপুটে ছিল বাংলাদেশের মেয়েদের। এবার তা ধরের রাখার পালা। এতে আজ (শনিবার) মেয়েদের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেখানে আগে ব্যাট করতে নেমে সুমাইয়া-তনির ব্যাটিং নৈপুণ্যে ১৩৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। 

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে এদিনও টসে জেতেন বাংলাদেশ নারী যুবা দলের অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে আগের দিনের বোলিংয়ের বদলে এবার আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। 

বিজ্ঞাপন

সেখানে শুরু থেকে বেশ দেখেশুনে খেলতে থাকেন ব্যাটাররা। সেখানে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে বাংলাদেশ। ২৪ বলে ৪ চারে ৩২ রান করেন অধিনায়ক সুমাইয়া। এছাড়াও অরবিন তনি করেন ৩১ এবং সুমাইয়া আক্তার সুবর্ণা করেন ২৪ রান। 

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন আনোশা নাসির।