আইসিসির বর্ষসেরা কামিন্স, ওয়ানডেতে কোহলি

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত বছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। জিতেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে অ্যাশেজ ও সবশেষ ওয়ানডে বিশ্বকাপ। বাকি ছিল কেবল আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়া। সেটাও আজ পূরণ হয়ে গেল তার। দলকে শিরোপা জেতানো ও নিজের পারফরম্যান্সের ভিত্তিতে ২০২৩ সালে আইসিসির সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন কামিন্স। এখন অর্জনের ঝুলিতে আক্ষেপ বলে কিছু নেই তার।

গেল বছর যে কেবল দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন সেটা নয়। পারফরম্যান্সে দলকে নেতৃত্ব দিয়েছেন কামিন্স। এ সময়টাতে ২৪ ম্যাচে ৪২২ রানের সঙ্গে উইকেট তুলেছেন মোট ৫৯টি। যা তাকে জিতিয়েছে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। এই ট্রফি জয়ের পথে কামিন্স পেছনে ফেলেছেন স্বদেশী ট্র্যাভিস হেড এবং ভারতের বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে।

বিজ্ঞাপন

মেয়েদের ক্রিকেটে বছরব্যাপী পারফর্ম করে বর্ষসেরা পুরস্কার রাচেল হেইহো ফ্লিন্ট জিতেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সাইভার-ব্রান্ট। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন এই অলরাউন্ডার। এই সময়টাতে ব্যাট হাতে ৮৯৪ রানের সঙ্গে ১৮ ম্যাচে ৯ উইকেট তুলেছেন তিনি।

এদিকে ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার হাতে তুলেছেন বিরাট কোহলি। এ নিয়ে চতুর্থবারের মতো ওয়ানডেতে সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন তিনি। অন্যদিকে টেস্টে এই পুরস্কার হাতে তুলেছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা।

আইসিসি অ্যাওয়ার্ডস ২০২৩

• বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি- প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)

• বর্ষসেরা নারী ক্রিকেটারের র‍্যাচেল ফ্লিন্ট ট্রফি- ন্যাট সিভার-ব্রান্ট (ইংল্যান্ড)

• বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার- উসমান খাওয়াজা (অস্ট্রেলিয়া)

• বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার- ভিরাট কোহলি (ভারত)

• বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার- চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)

• বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটার- সুরিয়াকুমার ইয়াদাভ (ভারত)

• বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার- হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ)

• বর্ষসেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার- রাচিন রবীন্দ্র (নিউ জিল্যান্ড)

• বর্ষসেরা নারী উদীয়মান ক্রিকেটার- ফিবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া)

• সহযোগী দেশগুলোর বর্ষসেরা পুরুষ ক্রিকেটার- বাস ডে লেডে (নেদারল্যান্ডস)

• সহযোগী দেশগুলোর বর্ষসেরা নারী ক্রিকেটার- কুইন্টর অ্যাবেল (কেনিয়া)

• বর্ষসেরা আম্পায়ার- রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)

• স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড- জিম্বাবুয়ে