হার্টলির অভিষেক, জায়গা হয়নি অ্যান্ডারসনের

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে আগামীকাল পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচ সামনে রেখে একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড দল। যেখানে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের। তার জায়গায় স্কোয়াডে একজন বাড়তি স্পিনার নেওয়া হয়েছে। অভিষেক হতে যাচ্ছে ২৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার টম হার্টলির।

দলে মাত্র একজন পেসারকে রেখেছে ইংল্যান্ড। জায়গা পেয়েছেন মার্ক উডের। তবে পেসে তাকে সঙ্গ দিতে পারেন অধিনায়ক বেন স্টোকস। যদিও অনেক দিন ধরেই হাত ঘোরাতে দেখা যাচ্ছে না তাকে। তাই চোট কাটিয়ে ফেরা স্টোকস এই সিরিজে হাত ঘোরাবেন কিনা সেই শঙ্কা থাকছেই। এছাড়াও এ ম্যাচে ফেরানো হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান বেন ফোকসকে। গত বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতের কন্ডিশনের কথা মাথায় রেখে তিন স্পিনারকে দিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বেন স্টোকসের দল। তিন স্পিনারের মধ্যে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে টম হার্টলির। এছাড়াও এই টেস্টে ইংলিশদের হয়ে হাত ঘোরাবেন জ্যাক লিচ এবং রেহান আহমেদ। স্পিনের চতুর্থ বিকল্প হিসেবে ব্যাটার জো রুটও থাকছেন একাদশে।

ইংল্যান্ড ক্রিকেট দল: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ