জয়ের জন্য বাংলাদেশের চাই ২৩৬ রান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আইরিশদের মুখোমুখি মাহফুজুর রহমান রাব্বির দল। পুরোপুরি বাঁচা-মরার ম্যাচ না হলেও বাংলাদেশের বিশ্বকাপে টিকে থাকা অনেকাংশেই হয়ত এই ম্যাচটার উপর নির্ভর করতে পারে। ম্যাচে টস হেরে আগে ব্যাট করা আয়ারল্যান্ড ২৩৬ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশের জন্য।

ব্লুমফন্টেইনে আইরিশদের ব্যাটিংয়ের শুরুটা ছিল নড়বড়ে। ৪৫ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা। ওপেনার জর্ডান নিল ৩১ রান করলেও বড় সংগ্রহ তখনো দূরের পথ। তবে চারে নেমে কিয়ান হিলটনের ৯০ রানের দুর্দান্ত এক ইনিংসে চড়ে শেষ পর্যন্ত লড়াকু পুঁজি পায় আয়ারল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে তাদের রান দাঁড়ায় ৮ উইকেটে ২৩৫।

বিজ্ঞাপন

জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভারে বিনা উইকেটে চার রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য আরও ২৩২ রান চাই টাইগার যুবাদের।