ইনিংস মাঝেও আইরিশদের চাপে রেখেছে যুবারা 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শুরুটা ভালো পেলেও আইরিশদের বেশিক্ষণ স্বাচ্ছন্দ্যে থাকতে দেননি বাংলাদেশের যুবারা। আগের ম্যাচের মতো এবারও শুরুর উইকেট তুলে নেন পেসার মারুফ মৃধা। পরে আইরিশদের স্পিনে ভোগান জীবন-রাফিরা। এতে ইনিংসের মাঝপথেও চাপ কাটিয়ে উঠতে পারেনি দলটি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৯৯ রান তুলেছে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

বিজ্ঞাপন

যুব বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৮৪ রানে হেরেছে বাংলাদেশ। এতে গ্রুপ পর্বের বাঁধা পেরোতে এ ম্যাচে জয় অনেকটা অবধারিত হয়ে দাঁড়িয়েছে শিবলি-রাব্বিদের। সেখানে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

এতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো পেলেও বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি আইরিশ ওপেনাররা। দলীয় ২৬ রানের মাথায় ওপেনার রায়ান হান্টারকে ফেরান মারুফ। পরে দুই স্পিনার রাফি ও জীবন মিলে তুলেছেন আরও ৩ উইকেট। এতে ২২ গজে চাপ সামলাতে বর্তমানে অপরাজিত আছেন কিয়ান হিল্টন ও স্কট ম্যাকবেথ।